Akshay Kumar: ফের ঐতিহাসিক চরিত্রে অক্ষয় কুমার, বাংলায় আসছেন অভিনেতা?

।। প্রথম কলকাতা।।

Akshay Kumar: বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। চলতি বছরটা তাঁর জন্য ভালো না হলেও, কাজে পরিবর্তন আনার চেষ্টা করছেন। এবার যশবন্ত সিং গিলের কাহিনী পর্দায় তুলে ধরতে দেখা যাবে তাঁকে। বীরযোদ্ধার বীরত্বের কাজ নিয়ে তৈরি হওয়া সিনেমার নাম ‘কালা পাথ্থার’। যদিও এর আগে কয়লা খনির কাহিনী নিয়ে ছবি হয়েছে বড় পর্দায়। যেখানে মূখ্য ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। এবার তেমনই এক কয়লা খনির গল্প নিয়ে হাজির হচ্ছেন অক্ষয় কুমার। আর তাঁর জন্য বাংলায় আসছেন অভিনেতা।

বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, পশ্চিমবঙ্গে পা রাখতে পারেন খিলাড়ি কুমার। কিন্তু সেই বিষয় নিয়ে বিস্তারে কিছু সামনে আসেনি। এরপর আনুষ্ঠানিকভাবে অভিনেতার টিম জানিয়েছে, বাস্তবের হিরো যশবন্ত সিং গিলের চরিত্রে আগামী দিনে দেখা যাবে অভিনেতাকে। উল্লেখ্য, ১৯৮৯-এর ১৬ নভেম্বর রানীগঞ্জের কয়লা খনিতে আটকে পড়েছিলেন বহু শ্রমিক। আর সেই সংকটে পড়ে থাকা শ্রমিকদের দায়িত্ব নিয়ে উদ্ধার করেছিলেন এক ইঞ্জিনিয়ার। এক অভিনব উপায়ে সেদিন ওই খনি গর্ভ থেকে ৬৫ জনকে জীবিত অবস্থায় বার করে এনেছিলেন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। তারপর থেকে ওই দিনটিকে ‘রেসকিউ ডে’ হিসেবে পালন করা হয়। আর এবার এই বাস্তবের হিরোকে বড়পর্দায় তুলে ধরবেন আক্কি।

এর আগে বহু ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কেশরি’ থেকে শুরু করে ‘রুস্তম’, ‘এয়ারলিফ্ট’-এর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। ফের আরও একবার সেরকমই একটি চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। তাই সকলেই আশাবাদী এই ছবি নিয়ে। চলতি বছরের জুলাইতে মুক্তি পেয়েছে ছবিটির টিজার। অভিনেতার বিপরীতে থাকবেন পরিনীতি চোপড়া। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৩০ নভেম্বর। এদিকে গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় কয়লা খনি মন্ত্রী যশবন্ত সিংকে স্মরণ করে ট্যুইট করেন। তার প্রতিক্রিয়ায় অক্ষয় কুমার বলেন, ‘৩৩ বছর আগের ঘটনা মনে করার জন্য কৃতজ্ঞ’।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version