।। প্রথম কলকাতা ।।
দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে অজিদের বিরুদ্ধে অষ্টম উইকেটে চতুর্থ সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন ভারতের দুই অলরাউন্ডার। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জুটি ১১৪ রানের জুটি গড়েন। অক্ষর এবং অশ্বিনের জুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের পক্ষে তৃতীয়-সর্বোচ্চ অষ্টম উইকেট জুটি। ২০০৮ সালের জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হরভজন সিং এবং শচীন টেন্ডুলকার ১২৯ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন।
এছাড়াও ১৯৭৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কারসান ঘাভরি এবং সৈয়দ কিরমানি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জুটি গড়ে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। হরভজন সিং এবং অনিল কুম্বলে ২০০৮ সালের জানুয়ারিতে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম উইকেটে ১০৭ রানের জুটি গড়েন।
ভারত যখন তাদের প্রথম ইনিংসে মাত্র তিন উইকেট বাকি থাকতে অস্ট্রেলিয়ার থেকে ১২৪ রানে পিছিয়ে ঠিক তখনই ভারতীয় ব্যাটাররা জুটি গড়েন। অশ্বিনকে ফিরিয়ে করে জুটিতে ভাঙ্গন ধরান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সেই সময় ১০ রানে পিছিয়ে ভারত। অশ্বিন ৭১ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৭ রান করেন। অন্যদিকে নয়টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন অক্ষর। টড মারফির বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।