চীনের নয়া বিদেশমন্ত্রীকে হুঁশিয়ারি অজিত ডোভালের! রাতারাতি বড় সিদ্ধান্ত, কিন গ্যাংয়ের টাইম আউট

।। প্রথম কলকাতা ।।

অজিত ডোভালের চরম হুঁশিয়ারি নয়া চীনের চাণক্যকে রাতারাতি চীনের বিদেশমন্ত্রী বদলে ফেলা হল কেন? ভারতের জেমস বন্ডের হুমকির পরই বড় সিদ্ধান্ত নাকি? বেজিংয়ের কূটনৈতিক মহলে উথালপাতাল নতুন আপডেট পেতেই। তাহলে কী ভ্যানিশ করে দেওয়া হল চীনের আগের বিদেশমন্ত্রী কিন গ্যাংকে? রহস্যের মধ্যেই ঘোষণা নতুন চীনা পররাষ্ট্রমন্ত্রীর নাম। দিল্লির থেকে তাড়া খেয়েই কী ওয়াং ইকে বিদেশমন্ত্রী ঘোষণা করলেন জিনপিং?

কে এই ওয়াং ই৷ তিনি বিদেশমন্ত্রীর পদে বসলেন এতে ভারতে কূটনীতিতে কত বড় এফেক্ট। ব্রিকসের এর বৈঠকেই মুখোমুখি বসেছিলেন ওয়াং ই ও ভারতের জেমস বন্ড অজিত ডোভাল। সেখানে কার্যত চাঁচাছোলা ভাষাতেই চীনকে ধুনে দেন NSA ডোভাল। কিন্তু এর মাঝে চীন কিং গ্যাংকে কেন ফরেন মিনিস্টারের পদ থেকে সরিয়ে দিল। জটিল কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব হচ্ছিল না? সূত্রের খবর NSA ডোভাল ব্রিকসে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২০ সালের পর থেকে ভারত এবং চিনের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ধীরে ধীরে শেষ হতে বসেছে” “২০২০ সাল থেকে ভারত-চিন সীমান্তের পশ্চিম দিকে LAC অঞ্চলের পরিস্থিতি দুই দেশের মধ্যে বিশ্বাসে চিড় ধরিয়েছে। ভারত-চিন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে।

কূটনৈতিক মহল বলছে ব্রিকসের মতো আন্তর্জাতিক মঞ্চে ডোভালের এমন মন্তব্য চীনকে কড়া ওয়ার্নিং এটা বলাই বাহুল্য। চীনের নয়া বিদেশমন্ত্রী ওয়াং ই কীভাবে পরিস্থিতি সামলাবেন সেটাই দেখার। জানতে পারা যাচ্ছে ওয়াং ইকে চীনের কূটনীতির চাণক্য বলা হয় বিদেশমন্ত্রী পদে যে ওয়াং ই-কে নিয়োগ করা হয়েছে তিনি প্রবীণ তাঁর বয়স ৬৯ বছর। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনিই ছিলেন বিদেশ মন্ত্রী তার জমানাতেই LACতে ভারত-চীন দ্বন্দ্ব দেখা দেয় কিন্তু তাঁকে সরিয়েই জিনপিং ঘনিষ্ঠ কিন গাঙকে বিদেশ মন্ত্রকে আনা হয়েছিল। এবার ফের মন্ত্রকে ফেরানো হল ওয়াং ই-কে। তবে কেন তাঁকে ফেরানো হয়েছে, তার ব্যাখ্যাও চিনা সরকার কোনো ভাবেই জানায়নি। এবার দেখার ভারতের কাছে ধমক খেয়ে চীনের নয়া মন্ত্রী কোন খেল দেখান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version