Siddharth Suryanarayan: বিমানবন্দরে হেনস্থার শিকার সিদ্ধার্থ সূর্যনারায়ণের বাবা-মা, ক্ষুব্ধ অভিনেতা

।। প্রথম কলকাতা ।।

Siddharth Suryanarayan: বিমানবন্দরে সিআরপিএফ-এর হাতে হেনস্থার শিকার ‘রং দে বসন্তী’ খ্যাত অভিনেতার বাবা-মা। এমনটাই অভিযোগ জানিয়ে নেটমাধ্যমে পোস্ট করেছেন সিদ্ধার্থ সূর্যনারায়ণ (Siddharth Suryanarayan)। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরে (Madurai Airport)। অভিনেতার বক্তব্য, ২০ মিনিটেরও বেশি সময় ধরে বিমানবন্দরের ওই নিরাপত্তার কর্মীরা তাঁর বাবা-মাকে হয়রান করেছিল। কিন্তু কীভাবে?

ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে পোস্ট করে সিদ্ধার্থ লিখেছেন, CRPF তাঁর বাবা-মাকে তাঁদের ব্যাগ থেকে কয়েন সরাতে বলেছিল। সেইসঙ্গে হিন্দিতে কথা বলে যাচ্ছিলেন তাঁরা। তাঁর বাবা-মা ইংরেজিতে তাঁদেরকে কথা বলার অনুরোধ জানালেও, নিরাপত্তা কর্মীরা তা শোনেননি। এটা প্রায় ২০ মিনিট ধরে চলতে থাকে। একপ্রকার রেগে আগুন হয়ে সকলের সঙ্গে বিষয়টি শেয়ার করেছেন অভিনেতা।

তিনি লেখেন, ‘প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। আমরা প্রতিবাদ জানানো সত্বেও ওঁরা বলে, ভারতে এভাবেই চলে’। মাদুরাই বিমানবন্দরে নিরাপত্তা ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ বা CISF পরিচালনা করেন। আর অভিনেতা অভিযোগ জানিয়েছেন সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিরুদ্ধে। এখনও পর্যন্ত তামিল, তেলুগু, বলিউড মিলিয়ে একাধিক ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ তিনি। আর তাঁর বাবা-মার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটায়, কার্যত তিনি ক্ষুব্ধ হয়েছেন। সাধারণত সিকিউরিটি চেকিংয়ের সময় যদি কোনও ধাতব জিনিস ডিটেক্ট করা হয়, তাহলে তা বের করার নির্দেশ নিরাপত্তার একটি অঙ্গ। কিন্তু এদিন অভিনেতার বাবা-মার সঙ্গে নিরাপত্তা কর্মীরা হিন্দিতে কথা বলে যাওয়ায় হয়রান হতে হয়েছে তাঁদেরকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version