Aindrila Sharma Health Update: ফের হার্ট অ্যাটাক ঐন্দ্রিলার, সংকট আরও বাড়ল!

।। প্রথম কলকাতা।।

Aindrila Sharma Health Update: ফের হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা! ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ফের হার্ট অ্যাটাক হয়েছে অভিনেত্রীর। যদিও পরেই তাঁকে রিভাইভ করা সম্ভব হয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকদের একাংশ মনে করছেন, কার্ডিয়াক অ্যারেস্ট অভিনেত্রীর স্বাস্থ্যের উপর নতুন সংকট তৈরি করেছে। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫।

‘দ্য ওয়াল’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যখন-তখন রক্তচাপ ওঠানামা করছে। নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। এছাড়াও অ্যান্টিবায়োটিক চলছে। শুক্রবার রাতে সকলকে আশার আলো দেখান সব্যসাচী। শেষ জানা গিয়েছিল, নতুন করে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। কিন্তু ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে অন্য কথা। গত ১ নভেম্বর থেকে অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠার কামনায় হাতজোড় করেছেন অগণিত মানুষ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তড়িঘড়ি তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রপচার হয়। প্রথমে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তারপর ফের আবার চলতি সপ্তাহে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। একবার নয় একাধিকবার। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। দু’দিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই জানানো হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু গতকাল রাতে সব্যসাচী জানিয়েছিলেন, অভিনেত্রী হাত নাড়িয়েছেন। আর তাতেই অনেকটা স্বস্তি পেয়েছিলেন তাঁর ভক্তরা।

উল্লেখ্য, ২০১৫-তে জন্মদিনের দিন ঐন্দ্রিলা জানতে পেরেছিলেন তাঁর দেহে থাবা বসিয়েছে মারণ রোগ। ব্যোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর দিল্লি নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা হয়। সেই সময় ক্যান্সারকে হারিয়ে ফিরে আসেন অভিনেত্রী। এরপর বিনোদন জগতে কাজ করতে করতে ফের আবার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ২০২১-এ তাঁর ফুসফুসে একটি টিউমার ধরা পড়ে। এবারেও লড়াই জিতেছেন ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী। তাই যেভাবে দু’বার ক্যান্সারকে হারিয়ে তিনি ফিরে এসেছেন, সেভাবে এবারও লড়াই জিতবেন বলে আশা রাখছেন সবাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version