Glasgow Coma Scale: ঐন্দ্রিলার গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৩! এই স্কেল কী? কীভাবে কাজ করে?

।। প্রথম কলকাতা ।।

Glasgow Coma Scale: ঐন্দ্রিলার অবস্থা বেশ সংকটজনক। গ্লাসগো কোমা স্কেলের মাত্রা মাত্র ৩। পুরো বঙ্গবাসী এখন ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছে। অপরদিকে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা। কী এই গ্লাসগো কোমা স্কেল? এর মাত্রা কত হলে একজন মানুষ বিপদের সম্মুখীন হন? জানুন সবিস্তারে।

ঐন্দ্রিলার গ্লাসগো কোমা স্কেলের রিপোর্ট ভালো নয়। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী তার গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৩-এ পৌঁছেছে। ভীষণ কড়া কড়া ওষুধ দেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। তাও চোখ খুলছেন না। ঐন্দ্রিলার সারা শরীর অসাড়। গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫ এর নিচে নামলে রোগী ডিপ কোমা স্টেজে চলে যেতে পারে।

গ্লাসগো কোমা স্কেল কী?

মূলত এটি একটি নিউরোলজিক্যাল স্কেল। এর মাধ্যমে রোগীর ক্লিনিক্যাল ডেটা পাওয়া যায়। এই ডেটা নির্ধারণের ক্ষেত্রে চিকিৎসকরা লক্ষ্য করেন রোগীর নড়াচড়া, কথা বলা এবং শারীরিক প্রতিক্রিয়ার উপর। এই তিনটির মধ্যে যদি একটিও খারাপ হয় তাহলে তার প্রভাব পড়ে স্কেলের মাত্রার উপর। ব্রেন স্ট্রোক কিংবা মস্তিষ্কে আঘাতের পর কোন রোগী যখন অচৈতন্য অবস্থায় থাকেন, তখন কোমায় যেতে কতটা সম্ভাবনা রয়েছে তা নির্ধারণ করা হয় এই গ্লাসগো কোমা স্কেলের মাধ্যমে। সাধারণত সুস্থ মানুষের গড়ে এই স্কেলের মাত্রা থাকে অন্তত ১৪। স্কেলের মাত্রা ১৫ পর্যন্ত হতে পারে, তবে ৫-এর নিচে নামলে তা বিপ্পজনক। সেই জায়গায় দাঁড়িয়ে ঐন্দ্রিলার এই স্কেলের মাত্রা মাত্র ৩।

গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস এমন একটি স্নায়বিক স্কেল যার লক্ষ্য প্রাথমিক এবং পরবর্তী মূল্যায়নের জন্য একজন ব্যক্তির সচেতন অবস্থা রেকর্ড করা। এর পাশাপশি এটি একটি নির্ভরযোগ্য, উদ্দেশ্যমূলক উপায় প্রদান করা। একজন রোগীকে স্কেলের মানদণ্ডের বিপরীতে মূল্যায়ন করা হয় এবং ফলাফলের পয়েন্টগুলি ৩ এবং হয় ১৪ বা ১৫ এর মধ্যে রোগীর স্কোর দেয়। স্কেলটি সমস্ত তীব্র চিকিৎসা এবং ট্রমা রোগীদের জন্য প্রযোজ্য। হাসপাতালগুলিতে এটি নিবিড় পরিচর্যায় দীর্ঘস্থায়ী রোগীদের নিরীক্ষণের জন্যও ব্যবহৃত হয়। স্কেলটি ১৯৭৪ সালে সাউদার্ন জেনারেল হাসপাতালের গ্লাসগো ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল সায়েন্সেসের নিউরোসার্জারির অধ্যাপক গ্রাহাম টিসডেল এবং ব্রায়ান জে জেনেট দ্বারা প্রকাশিত হয়েছিল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবস্থা মূল্যায়ন করতে APACHE II, SAPS II এবং SOFA সহ বেশ কয়েকটি ICU স্কোরিং সিস্টেমের অংশ হিসাবে এই স্কেল (GCS) ব্যবহার করা হয়। এটি ছাড়াও এর অনুরূপ স্কেল, র‍্যাঞ্চো লস অ্যামিগোস স্কেল আঘাতজনিত মস্তিষ্কের আঘাতের রোগীদের পুনরুদ্ধারের মূল্যায়ন করতে ব্যবহৃত হয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version