।। প্রথম কলকাতা ।।
Aindrila Sharma: বয়স মাত্র ২৫ বছর। ব্যক্তিগতভাবে অনেকেই তাঁকে চেনেন না ঠিকই। কিন্তু তাও তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনায় হাতজোড় করেছেন সকলে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঐন্দ্রিলা। দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে। প্রতি মুহূর্তে অভিনেত্রী কেমন আছেন? তা জানার জন্য বসে থাকেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী সহ সবাই।
কেউ লিখেছেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে জেদি, লড়াকু, শক্তিশালী শব্দগুলির মানে খুঁজলে যে নাম প্রথমেই উঠে আসে, তা নির্দ্বিধায় ঐন্দ্রিলা শর্মা। জীবন-মৃত্যুর এই অসম লড়াই জিতে ফিরে এসো ঐন্দ্রিলা।তোমার দ্রুত আরোগ্য কামনা করি। #GetWellSoonAindrila’। অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করে কেউ বলেছেন, ‘আমরা সবাই প্রার্থনা করছি ঐন্দ্রিলা এই লড়াইটা জিতে ফিরে আসুক তাঁর মায়ের কোলে, তাঁর সব্যসাচীর কাছে। আবার কারোর বাসনা, ‘ওয়েলকাম ব্যাক লিখব। আর অন্য কিছু না’। অন্যদিকে অভিনেত্রীর পাশে একটানা ঠায় বসে রয়েছেন সব্যসাচী।
সারাদিন প্রিয় মানুষের বিছানার সামনেই বসে রয়েছে সে। কখনও সোশ্যাল মিডিয়ায় সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে বলছেন, কখনও আবার কাছের মানুষটাকে নিয়ে রটে যাওয়া ভুয়ো খবরের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতি মুহূর্ত শারীরিক অবস্থার দিকে নজর রাখছে সব্যসাচী। আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘হাসপাতালে ভিজিটিং আওয়ারের সময় এক মুহূর্তের জন্যও বাইরে আসতে দেখা যায় না তাঁকে। সব ফাঁকা হলে আড়ালে একবার বাইরে আসেন। দিন চলছে ম্যাগি খেয়েই’। এখন কেমন আছেন অভিনেত্রী?
গত ১ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। দু’বার ক্যান্সারকে জয় করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। অস্ত্রোপচার হয় তাঁর। শেষ পাওয়া খবর অনুযায়ী, রক্তচাপ ওঠা-নামা করছে ঐন্দ্রিলার। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। সংক্রমণের কারণে বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। শরীর সম্পূর্ণ অসাড়, এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন তাঁকে। চোখ একদমই খুলছেন না। বুধবার পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সেভাবে কোনও উন্নতি হয়নি লড়াকু নায়িকার। শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা অনেকটাই কম। একজন সুস্থ মানুষের গড়ে যে মাত্রা থাকা উচিত ১৫-র মধ্যে, সেখানে অভিনেত্রীর শরীরে তা রয়েছে ৩। এক্ষেত্রে রোগীর মান নির্ধারিত হয় অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালনা ও মৌখিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আর বোঝা যাচ্ছে, সেই রিপোর্ট একেবারেই ভালো নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম