Aindrila-Sabyasachi: ভালো নেই ঐন্দ্রিলা! সকলকে প্রার্থনা করার আর্জি সব্যসাচীর

।। প্রথম কলকাতা ।।

Aindrila Sharma-Sabyasachi Chowdhury: গত ১ নভেম্বর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। কিন্তু ১৩ দিন পরও জ্ঞান ফেরেনি নায়িকার, ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। যদিও মাঝে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, কিন্তু গত শুক্রবার থেকেই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার ফেসবুকে প্রেমিক সব্যসাচী চৌধুরী লেখেন, ‘ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন’

এদিন অভিনেতার ফেসবুক পোস্ট কোথাও গিয়ে সকলের মন ভেঙে দিয়েছে। সব্যসাচী লিখেছেন, “কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন”। হাসপাতাল সূত্রে, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন অভিনেত্রী, জ্ঞান ফেরেনি। ফের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে তাঁর শরীরে। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে, তা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু অন্যদিকে জ্বর আসায় সেটা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের। শনিবার পাওয়া খবর অনুযায়ী, তাঁর জ্বর ১০০ ছুঁয়েছে। এক কথায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে সঠিকভাবে কখনোই কিছু বলা যাচ্ছে না। কিন্তু চিকিৎসকের একটাই আশা, বয়স কম হওয়ায় লড়তে পারবেন তিনি।

এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বাঁদিকে সাড় ফিরেছিল ঐন্দ্রিলার। আর তারপরেই অভিনেত্রীর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী ফেসবুকে লিখেছিলেন, “হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি”। তিনি লিখেছিলেন, ‘ভালো আছে’ বলতে আমার ভয় লাগে, কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচন্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে’।

তবে এদিন তাঁর পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সবাই। তাঁর পোস্টের নীচে কেউ লেখেন, “সব ভালো হোক এটাই চাই… ও শুধু ফিরে আসুক তোমার কাছে… যেভাবে সম্ভব… এটাই প্রার্থনা করি”। কেউ আবার বলেছেন, “এতো প্রার্থনা মিথ্যে হতে পারে না, আমাদের বোনটা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে”। অভিনেতার কথায়, ‘অলৌকিক কিছু ঘটার জন্য প্রার্থনা করুন। ও খারাপ পরিস্থিতিতেও অমানুষিক লড়াই জারি রেখেছে’।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version