Gadar 2-Border 2: গদর-২ এর সাফল্যের পর বর্ডার-২নিয়ে আসছেন সানি, থাকছেন আর কারা?

।। প্রথম কলকাতা ।।

Gadar 2-Border 2:  গদর২ ঐতিহাসিক সাফল্যের পর এবার তৈরি হতে চলেছে বর্ডার ২। খুব শীঘ্রই নাকি ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করবেন নির্মাতারা। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার। গদর-২ সফল, তাই এবার বর্ডার-২ আনার পরিকল্পনা করছেন সানি দেওল। হ্যাঁ, ঠিকই শুনছেন। বর্ডার-২ প্রযোজনা করবেন জেপি দত্ত, যিনি ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন। সানি দেওল ছাড়াও বর্ডার-২ বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা দেখা যেতে পারে বলে খবর। খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে।

গত ২-৩ বছর ধরেই বর্ডারের সিক্যুয়াল তৈরি চেষ্টা চলছিল। এটা নিয়ে জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তের মধ্যে আলোচনাও চলছিল। তবে গদর ২ সফল হতেই শেষপর্যন্ত বর্ডার ২ আনার পরিকল্পনা সফল হতে চলেছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার। তবে বর্ডার-২তে কোন যুদ্ধের গল্প বলা হবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের মনে আগ্রহ জাগবে। শোনা যাচ্ছে বর্ডার-২ তে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটেই এমন একটি গল্প বলা হবে, যা এখনও পর্দায় বলা হয়নি।

বোঝাই যাচ্ছে বর্ডার-২ একটা দারুণ অ্যাকশন ছবি হতে চলেছে। এই ছবিতে মূলত তরুণ প্রজন্মের অভিনেতাদেরই নাকি নেওয়া হবে। বর্ডার-এর পুরনো টিম থেকে থাকবেন শুধু একা সানি দেওল। তবে ছবিতে কোন অভিনেতাদের নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version