Abir- Anik New Film: ব্যোমকেশ- ফেলুদার পর নতুন গোয়েন্দা চরিত্রে আবির, পুজোয় আসছে অনীকের ছবি

।। প্রথম কলকাতা ।।

Abir- Anik New Film: ব্যোমকেশ, ফেলুদার পর ফের গোয়েন্দা চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়। কাঠমান্ডু নয় এবার যত কান্ড কলকাতাতেই নাকি হবে। আর এই সমস্ত কান্ড কাটাবেন নেপথ‍্যে থেকে পরিচালক অনেক দত্ত ছবির নাম ‘যত কান্ড কলকাতাতেই। পরিচালনায় অনীক দত্ত৷ সত্যবতী সোহিনী সরকারকে সঙ্গে নিয়েই নতুন গোয়েন্দার ভূমিকায় ধরা দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। বলা যেতে পারে পরিচালক অনিক দত্তের ভাবনায় টলিউডের আর এক নতুন গোয়েন্দার সংযোজন। এই গোয়েন্দা বাবু কেমন হবে তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বাঙালিদের গোয়েন্দা চরিত্রের প্রতি টান আজকের নয়৷ গত কয়েক বছর ধরে ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসি, শবর, একেন বাবু, কিরীটীদের পাশাপাশি এবার আরও এক বাঙালির গোয়েন্দার পর্দায় আবির্ভাব হতে চলেছে। ব্যোমকেশ, ফেলুদার পর ফের গোয়েন্দা চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়।

অনীকের ‘অপরাজিত’-তে প্রথমে জিতু কমলের জায়গায় অভিনয় করার কথা ছিল আবিরের। এমনকী স্ক্রিপ্ট রিডিং পর্যন্ত হয়। এরপরই কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে পিছিয়ে আসেন আবির। তবে এবার ফের পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাধতেত চলেছেন অভিনেতা৷ টলিউড পাবে অনীক দত্তর মস্তিষ্ক প্রসূত এক নতুন গোয়েন্দা চরিত্র৷ বৃহস্পতিবার সামনে এল ছবির প্রথম পোস্টার। যেখানে আবিরের সঙ্গে রয়েছেন একজন মহিলা চরিত্র৷ পিছনে তিলোত্তমার প্রেক্ষাপট। এই মহিলা চরিত্রটি হলেন বাংলাদেশের নায়িকা নওসাবা আহমেদ৷ এই ছবির মাধ্যমে এবার টলিউডে পা রাখছেন তিনি। ফ্রেন্ডস কমিনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি৷ এর আগে ফ্রেন্ডস কমিনিকেশনের প্রবাল হালদার ও ফিরদৌসল হাসানের যৌথ প্রযোজনায়, অনীক দত্তর পরিচালনায় দর্শকেরা উপহার পেয়েছিলেন ‘অপরাজিত’-র মতো ছবি৷

‘যত কান্ড কলকাতাতেই’ ছবির সঙ্গীত পরিচালনা করছে। দেবজ্যোতি মিশ্র। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন ইন্দ্রনাথ মারিক এবং সম্পাদনা করবেন অর্ঘ্য কমল মিত্ৰ ৷ সব ঠিক থাকলে আগামী বছর পুজোয় মুক্তি পাবে এই ছবিটি। পোস্টারে দেখা যাচ্ছে আভি চট্টোপাধ্যায় এর পাশে একজন মহিলা দুজনেই অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছেন তার পিছনে কলকাতার ট্রাম থেকে গাড়ি ট্যাক্সি বাড়ি সব দেখা যাচ্ছে। অনেক দত্ত নিজেরই লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে গোয়েন্দা কাহিনী। কি কি ঘটবে তা দেখার জন্য গোয়েন্দা কাহিনীর ভক্ত বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version