Novak Djokovic: এক বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে ভক্তদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেলেন নোভাক জোকোভিচ

।। প্রথম কলকাতা ।।

 

সোমবার অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম প্রতিযোগীতামূলক ম্যাচ খেললেন নোভাক জোকোভিচ। নির্বাসিত হওয়ার এক বছর পর অ্যাকশনে ফিরলেন সার্বিয়ান তারকা। সোমবার অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ATP 250 টুর্নামেন্টে কানাডার ভাসেক পসপিসিলের সঙ্গে জুটি বেঁধে ডাবলস ম্যাচে অংশ নেন নোভাক জোকোভিচ। এদিন নোভাক, নোভাক” ধ্বনিতে স্বাগত জানান সমর্থকরা।

 

তবে জোকোভিচের সূচনাটা মধুর হল না। পরাজয় দিয়ে ২০২৩ সালের মরসুম শুরু করলেন ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। এদিন জোকোভিচ ও কানাডার পসপিসিল জুটি পুরুষদের ডাবলস ম্যাচে টোমিস্লাভ ব্রিকিক এবং গঞ্জালো এসকোবারের কাছে ৪-৬, ৬-৩, ১০-৫ সেটে পরাজিত হন।

 

পরাজিত হলেও জকোভিচ ছিলেন ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভক্তরা প্রাক্তন বিশ্ব নং-১ কে টেনিস কোর্টে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ২১-বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ম্যাচ জুড়ে ভক্তদের সমর্থন পেয়েছিলেন। ভক্তদের অটোগ্রাফ দিতেও দেখা যায় সার্বিয়ান তারকাকে। মঙ্গলবার ATP 250 ইভেন্টে জোকোভিচ তাঁর একক অভিযান শুরু করবেন। মুখোমুখি হবেন শীর্ষ বাছাই কনস্ট্যান্ট লেস্টেইনের। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের দেখা হতে পারে কানাডার সপ্তম বাছাই ডেনিস শাপোভালভের সঙ্গে।

২০২২ সালে কোভিড ভ্যাকসিন না নেওয়ার জন্য মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের অংশগ্রহণ করার আগে অস্ট্রেলিয়া প্রশাসন জোকোভিচের ভিসা প্রত্যাহার করে। তিনি একটি অভিবাসন কেন্দ্রে কয়েক দিন অতিবাহিত করেছিলেন। সার্বিয়ান টেনিস তারকা এরপরই আইনি প্রক্রিয়া বেছে নেন। তবে অস্ট্রেলিয়ান আদালত জোকারের সেই আর্জি বাতিল করে দেয়। এরপর অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক দ্বিতীয়বার তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেন। এবং অবশেষে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হয়েছিল জকোভিচকে।

Exit mobile version