।। প্রথম কলকাতা ।।
Moushumi Hamid: দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হল অভিনেত্রী মৌসুমীর। এতদিন ধরে টেলিভিশনে যাঁকে দেখে শুধু মন ভরিয়েছেন, এবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। আর এর থেকে আনন্দের, আবেগের, উচ্ছ্বাসের মুহূর্ত তাঁর কাছে কিছুই হতে পারে না। অভিনেত্রীর কথায়, ‘আমাদের গুণী অভিনেতাদের মধ্যে আফজাল হোসেনের নাম আসে’। অর্থাৎ বোঝাই যাচ্ছে, কার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছেন হামিদ। এখন ঢাকাই ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। পর্দায় আসার পর থেকেই আফজাল হোসেনের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। এতদিন পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। ছবি ‘যাপিত জীবন’ তাঁকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সেই সুযোগ দিয়েছে।
‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মৌসুমী হামিদ জানিয়েছেন, ‘আফজাল হোসেন ভাইয়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছে বহুদিনের। কিন্তু কোনওভাবেই সেই সুযোগ হয়ে উঠছিল না। এজন্য ১২-১৩ বছর অপেক্ষা করতে হল আমাকে। আফজাল ভাই যেমন ভালো অভিনেতা, তেমনই ভালো একজন মানুষ। অভিনয় নিয়ে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখছি এখন। এরকম একজন গুণী মানুষের সান্নিধ্যে থাকলে, প্রতি মুহূর্তে কিছু না কিছু শেখা যায়’। এক কথায় আফজাল হোসেনের সঙ্গে কাজ করা অভিনেত্রীর কাছে সৌভাগ্যের থেকে কোনও অংশে কম নয়।
‘যাপিত জীবন’ ছবিটি আন্দোলনকে ঘিরে। গল্পের নায়ক জাফরকে দেখা যাবে বাঙালি জাতির প্রতিনিধিত্ব করতে। কাহিনী যত এগোবে ততই বোঝা যায়, বাংলা ও বাঙালির শিকড়ের অস্তিত্বের কথা বলবে এই ‘যাপিত জীবন’। যদিও এখনই এই সিনেমায় কোন চরিত্রে কে অভিনয় করছেন, তা বলতে চাননি অভিনেত্রী।
রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন, ‘এখানে চরিত্রের চেয়ে মানবিক যে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে সেটা গভীরভাবে নাড়া দিয়েছে আমাকে। আর যার দরুন সিনেমাটি করার জন্য রাজি হয়েছি’। ২১-২২ অর্থবর্ষে অনুদান পাওয়া এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, আফজাল হোসেন সহ আরও অনেকে। এর মাঝে এত বছর পর নিজের পছন্দের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে, আনন্দে আত্মহারা অভিনেত্রী মৌসুমী হামিদ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম