Adipurush: বেশকিছু সংলাপ বদল আদিপুরুষের! কবে নতুন ছবি সিনেমা হলে?

।। প্রথম কলকাতা ।।

Adipurush: আদিপুরুষে রাম-রাবণ-হনুমান যেন হাসির পাত্র আপনি কি এই সিনেমাটি দেখেছেন? কেমন লাগল? পোশাক থেকে মেকআপ ট্রোলিংয়ের শেষ নেই। শেষে সংলাপ বদল হল তবে কি ফের রিলিজ করা হবে প্রভাস অভিনীত এই ছবিটি? আদিপুরুষ বানিয়ে বড্ড বোকামি করলেন পরিচালক ওম রাউত? বিতর্কের জন্যই কি প্রচার বাড়ছে আদিপুরুষের? পাঠানকে পিছনে ফেলে এগিয়ে গেল প্রভাসের এই ছবি। দর্শকরা যতই ছি-ছি করুক না কেন সিনেমার লক্ষ্মীলাভ দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল ওম রাউতের আদিপুরুষ নিয়ে। রামায়ণ মহাকাব্য তৈরি ৫০০ কোটির এই ছবি মুক্তির পর বিতর্ক যেন মজার খোরাকে পরিণত হয়েছে। একেক চরিত্রের অভিনয়, সাজ পোশাকের ছবি নিয়ে ট্রোলিং চলছে নেটপাড়ায়। আদিপুরুষে কোন বোকামো করে ফেললেন পরিচালক ওম রাউত? নেটিজেনরা কী বলছেন জানুন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সংলাপ বদলের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাহলে কি নতুন করে রিলিজ হলে ছবির ব্যবসা আগের মতো থাকবে? কবে দেখা যাবে নতুন আদিপুরুষ?

শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সইফের চেহারা দেখা যাবে বড় পর্দায় দাড়ি নীলচে চোখ অদ্ভুত সাজপোশাক। রাবণ ঠিক কেমন দেখতে ছিলেন সেটা সকলেই নিজের মতো কল্পনা করতে পারেন। কিন্তু লঙ্কা যদি সমুদ্রের ধারে হয় সেখানকার আবহাওয়া তো গরমই হওয়ার কথা তা হলে সেখানকার রাজা কেন গেম অফ থ্রোন্‌স-এর ধাঁচের পোশাক পরেন তা নিয়ে কটাক্ষের শেষ নেই। সিজিআই এর কারসাজিতে রাবণের চেহারা আয়তনে অনেক বড় করে দেখানো হয়েছে। সইফ নাকি গোটা ছবি জুড়ে কিংকংয়ের মতো হাঁটলেন।এমনটা ঠাট্টা করে বলছেন অনেকেই। এই ছবিতে হনুমানের মুখের সংলাপ তুমুল শোরগোল ফেলেছে নেটপাড়ায়। এই ছবির সংলাপ লিখেছেন মনোজ মুন্তাসির। ছবির এই সংলাপ নিয়ে আপত্তি উঠেছিল নানা মহলে শেষমেষ ঠিক হয়েছে ৭২ ঘন্টার মধ্যেই কিছু সংলাপ বদলে নতুন করে হলে আসবে ছবিটি।

কেউ কেউ সমালোচনায় আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। বলেছেন, দেখে মনে হচ্ছে, এটা যেন টিকটক ভিডিয়ো। কারও কারও আবার দাবি এটির থেকে কোনও কোনও ইউটিউবারের বানানো ভিডিয়োও অনেক বেশি আকর্ষণীয় হয় একের পর এক মিম। কোনওটা ছবির চরিত্রদের পোশাক নিয়ে, তো কোনওটা সংলাপ নিয়ে। সিনে প্রেমীদের এক অংশ বলছেন অভিনেতা-অভিনেত্রী এত চড়া মেকআপ করেছেন যা দেখে মনে হচ্ছে যুদ্ধের মাঝে চরিত্ররা পার্লার থেকে ঘুরে এল। মুখ সাদা হয়ে গিয়েছে, তবে সবচেয়ে বেশি করে ট্রোলিং হয়েছে ভিএফএক্স-এর কাজ অনেকেই প্রশ্ন তুলেছেন এই যে এত বিশাল বাজেটের ছবি তাহলে ভিএফএক্স এত খারাপ মানের কেন? প্রশ্ন তুলছেন সিনেপ্রেমীরা।

আদিপুরুষ আসছে শুনে অনেকেরই মনে হয়েছিল রামায়ণের অনেক খুঁটিনাটি হয়তো তুলে ধরবেন পরিচালক। বা কোনও নির্দিষ্ট চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে নতুন ভাবে ব্যাখ্যা করবেন। তা তো হলই না উল্টে চরিত্র থেকে গল্প দেখে মজা পাচ্ছেন দর্শকের একাংশ। অরুণ গোভিল যিনি রামায়ণ-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি এক সাক্ষাৎকারে আদিপুরুষকে হলিউডের কার্টুন বলে উল্লেখ করেছেন। তাঁর প্রশ্ন, রামায়ণের আধুনিকীকরণের আদৌ কেন প্রয়োজন পড়ল?
তবে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে এই ছবি পার করে ৩০০ কোটির গণ্ডি। বিশ্বব্যাপী বক্সঅফিস কালেকশন ছাপিয়ে গিয়েছে পাঠানকে। ৫০০ কোটি বাজেটের একটা সিনেমার এমন নিম্নমানের ভিএফএক্স দেখে চটেছেন দর্শকরাও। তবে নিন্দা, সমালোচনার মাঝেই বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে প্রভাস-কৃতীর আদিপুরুষ। শুরুটা দুর্দান্ত হলেও রাম-রাবণের যুদ্ধের প্রেক্ষাপটে সংলাপ বদলের সিদ্ধান্ত কতটা ব্যবসায় প্রভাব ফেলবে তাই দেখার। আগামী কয়েক ঘণ্টা পরই তা বোঝা যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version