বাতিল ঘোড়াই এখন ভারতের জয়ের কান্ডারি, নেপথ্যে কঠিন লড়াই

।। প্রথম কলকাতা ।।

ভারতীয় দলের বাতিল ঘোড়াই এখন তুরুপের তাস রোহিতের। এক দুটো ম্যাচ নয়, পরপর চার ম্যাচে বসে থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, দলে নাকি মহম্মদ শামিকে খেলানোর মতো জায়গা নেই। সেই শামিই এখন ২২ গজে আগুন ঝরাচ্ছেন। হার্দিক পান্ডিয়ার চোটই ভাগ্য খুলে দিয়েছিল মহম্মদ শামির। হার্দিক চোট পেতেই বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা হয় বাংলার পেসারের। তারপর বাকিটা সকলেরই জানা। যদিও সেই আগুনে পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে অনেক কঠিন লড়াই। কঠোর পরিশ্রম,দায়বদ্ধতা ও আত্মত্যাগ। সেগুলো একসঙ্গে মিশিয়েই চলতি বিশ্বকাপে রাজার মতো কামব্যাক করেছিলেন মহম্মদ শামি।

কামব্যাকের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ৫৪ রানে ৫ উইকেট। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ২২ রানে ৪ উইকেট। আর এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিলেন ১৮ রানে ৫ উইকেট। তাঁর আগুনে স্পেলেই ছারখার হয়ে গেছে লঙ্কানরা। চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলেই নিয়ে নিলেন ১৪টি উইকেট। মহম্মদ শামির রূপকথার গল্প যেন এগিয়েই চলেছে। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সমর্থকদের মনে এশিয়া কাপ ফাইনালের ফ্ল্যাশব্যাকই বারংবার ভেসে উঠছিল। সেদিন লঙ্কানদের একাই মাজা ভেঙে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। আর এদিন সিরাজের সঙ্গেই জ্বলে উঠলেন মহম্মদ শামি। ভারতের ৩৫৭ রানের জবাবে মাত্র ৫৫ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস।

এদিন বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এ আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা ৪৪টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা দাঁড়াল ৪৫টি। পাশাপাশি একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মহম্মদ শামি। হরভজন সিং, জভাগল শ্রীনাথ ৩বার করে ৫ উইকেটের রেকর্ড টপকে চতুর্থবার ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন শামি।

এছাড়াও বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ৪৫টি উইকেট শিকার করলেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অষ্টম স্থানে উঠে এলেন ভারতীয় পেসার। এই তালিকায় ৭১টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। ওডিআই ক্রিকেটে টানা দ্বিতীয়বার তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শমি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির রয়েছে শুধু শামির নামে। এদিন আরও একটি রেকর্ড নিজের ঝুলিতে পুড়ে নেন। বিশ্বকাপে তিন বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের নামে করলেন মহম্ম শামি। তিনি ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে।

 

 

Exit mobile version