Border-Gavaskar Trophy: দিল্লির মতো পিচে সুইপ শট আমার বিরুদ্ধে আদর্শ শট নয়, বললেন রবীন্দ্র জাদেজা

।। প্রথম কলকাতা ।।

দিল্লিতে রবীন্দ্র জাদেজার অনবদ্য বোলিং পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে বড় জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে চার টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিতের দল। তৃতীয় দিনে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেন।

 

ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে জদেজা বলেন, “আমি মনে করি আমি আমার বোলিং উপভোগ করছিলাম। এই উইকেটগুলি আমার জন্য উপযুক্ত কারণ অদ্ভুত বল স্পিন করছিল। আমি জানতাম যে তারা সুইপ এবং রিভার্স সুইপ খেলবে, তাই আমার ধারণা ছিল এটি সহজ এবং সোজা রাখা।” তিনি আরও বলেন, “আমি জানতাম ওরা রান খুঁজছিল, তাই পরিকল্পনা ছিল স্রেফ স্টাম্পে বোলিং করা। যদি ওরা ভুল করে, আমার একটা সুযোগ আছে। এই ধরনের উইকেটে আমার বিপক্ষে সুইপ একটা ভালো বিকল্প বলে মনে করবেন না।”

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন ৪২ রান দিয়ে ৭ উইকেট নিয়ে জাদেজা কেরিয়ারের সেরা পারফরম্যান্স মেলে ধরেন। এর আগে জাদেজার সেরা ইনিংস ছিল ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানে ৭ উইকেট। জাদেজার ১২তম পাঁচ উইকেট শিকার। তিনি দ্বিতীয় টেস্টে ১১০ রান দিয়ে ম্যাচের সর্বোচ্চ দশ উইকেট দখল করে ম্যাচ সেরার পুরস্কার পান।

Exit mobile version