CONMEBOL: কনমেবল মিউজিয়ামে পেলে এবং দিয়েগো মারাদোনার পাশে স্থাপন করা হবে লিওনেল মেসির মূর্তি

।। প্রথম কলকাতা ।।

CONMEBOL: যেন শেষই হচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi) ফিফা বিশ্বকাপ জয়ের উদযাপন। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (CONMEBOL) ৩৫ বছর বয়সী মেসিকে তার মূর্তি এবং নেতৃত্বের ব্যাটন দিয়ে তাকে সম্মানিত করল। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের মিউজিয়ামে মেসির মূর্তিটি কিংবদন্তি ফুটবলার পেলে (Pele) এবং দিয়েগো মারাদোনার (Diego Maradona) পাশে স্থাপন করা হবে।

কাতারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত করে ২০২২ ফিফা বিশ্বকাপ জয় করে মেসির আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন গোল্ডেন বল। কোপা লিবার্তোদোরেসের ড্রয়ের আগে একটি অনুষ্ঠানে মেসিকে বিশ্বকাপের প্রতিলিপি এবং ফিনালিসিমা ট্রফিও উপহার দেওয়া হয়। ফিনালিসিমাতে আর্জেন্টিনা ইতালিকে পরাজিত করেছিল।

উপহার দেওয়া হয় মেসির আর্জেন্টিনা সতীর্থ এবং কোচ লিওনেল স্কালোনিকেও। ইভেন্ট চলাকালীন মেসি বলেন, “আমরা একটি খুব বিশেষ এবং সুন্দর মুহূর্তে বেঁচে আছি, অনেক ভালবাসা পাচ্ছি। আমরা একটি খুব বিশেষ এবং সুন্দর মুহূর্ত বেঁচে আছি, অনেক ভালবাসা পাচ্ছি, এটা দক্ষিণ আমেরিকান দলের জন্য আবার বিশ্বকাপ জেতার সময় ছিল।”

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছিলেন, “বিশ্বচ্যাম্পিয়নের বাড়িতে স্বাগতম।” অনুষ্ঠানে বর্তমান এবং প্রাক্তন আর্জেন্টিনা উভয় খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। নিজের নামের ফলক উন্মোচন করার পর মেসি বলেন, “আমি খুব খুশি বোধ করছি। এই শ্রদ্ধা নিবেদন খুবই বিশেষ।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version