Fake Note: গোয়েন্দাদের সন্দেহের জালে হাওড়া ব্রিজে আটক ব্যাক্তি, উদ্ধার কয়েক হাজারের জাল নোট

।। প্রথম কলকাতা ।।

Fake Note: নতুন বছরের শুরুতেই শহর কলকাতায় জাল নোট (Fake Note) পাচারকারীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কারণ গত শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতেই ধরা পড়ে এক জাল নোট পাচারকারী। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, শুধু সে নয় আরও অনেকের মাধ্যমেই শহর কলকাতায় (Kolkata) জাল নোট আসতে চলেছে। ধৃত রাকিমূল শেখের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) আধিকারিকরা। চলতে থাকে তল্লাশি।

অবশেষে পুনরায় কলকাতায় রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের (Howrah Bridge) উপর এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সেলিম শেখ নামক ওই ব্যক্তি মালদার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা হলেও হাওড়া ব্রিজ দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। প্রায় ঘন্টা দুয়েক মতো তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ । তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৮৬ টি ৫০০ টাকার জাল নোট। সেই নোট সে কোথা থেকে এনেছে এই সম্পর্কে কোন সন্তোষজনক তথ্য ধৃত দিতে পারে না।

যার কারণে গ্রেফতার করা হয় তাকে । শনিবারে সেলিম শেখ নামক ওই ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বর্তমানে তিনি ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন। অন্যদিকে , কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীদের অনুমান, কলকাতায় জাল নোট খোলা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মালদার বেশ কিছু মানুষ। এই চক্র হঠাৎ করে কেন সক্রিয় হয়ে উঠল তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কোথায়ই বা এই জাল নোট তৈরি করা হচ্ছে ? এই নোট পাচারের নেপথ্যে একটা বড় চক্র কাজ করছে, এমনটাই অনুমান স্পেশাল টাস্ক ফোর্সের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version