Aindrila Sharma: ‘ঝুমুর’ দিয়ে শুরু পথচলা, পরিচিতি ‘জিয়ন কাঠি’-তে, ঐন্দ্রিলার সংক্ষিপ্ত জীবনের ইতিবৃত্ত

।। প্রথম কলকাতা ।।

Aindrila Sharma: অলৌকিক কিছু ঘটলেও ঘটতে পারতো। কিন্তু মিরাকল ঘটল না। এক আকাশ স্বপ্ন নিয়ে পথচলা শুরু হয়েছিল বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। কিন্তু ২৪ বছর বয়সেই থমকে গেল সবকিছু। মৃত্যুর সঙ্গে যে কঠিন লড়াই চলছিল প্রায় কুড়ি দিন ধরে। তা শেষ। চিরঘুমের দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০১৫ সালে ক্যান্সার তাঁর শরীরে বাসা বাঁধে। কিন্তু সেবারের মতো ক্যান্সারকে হারিয়ে টলিপাড়ায় পা রেখেছিলেন। এরপর পেরিয়ে গিয়েছে প্রায় সাতটা বছর। মাঝে আবারও ক্যান্সার তাকে কাবু করেছিল। কিন্তু সেই বারেও অদম্য বাঁচার আশা তাকে ফিরিয়ে আনে।

ঐন্দ্রিলার অভিনীত কিছু ধারাবাহিক :

২০১৭ সালে কালার্স বাংলার একটি ধারাবাহিক ‘ঝুমুর’-এ অভিনয় করার মাধ্যমে প্রথম ধারাবাহিক জগতে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১৮ সালের ‘জীবন জ্যোতি’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সান বাংলার ‘জিয়ন কাঠি’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সেখানে জাহ্নবী চ্যাটার্জী ওরফে তুলির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ধারাবাহিকের অভিনয় তাকে লাইমলাইটে নিয়ে এসেছিল। এর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘আমি দিদি নম্বর ১’ নামক একটি ধারাবাহিকেও দেখা যায় তাকে। যেখানে অভিনয় করেছিলেন ‘মিঠাই’ খ্যাত আদৃত রায়ও। এছাড়াও পরিচালক সুজিত কুমার পালের পরিচালিত ওটিটি মুভি ‘লাভ ক্যাফে’তে অভিনয় করতে দেখা যায় ঐন্দ্রিলাকে। সম্প্রতি ‘ভাগাড়’ নামে একটি ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঐন্দ্রিলাকে।

‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করলেও এক সময় তাকে ওই ধারাবাহিকের সেটে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সহ অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। ঐন্দ্রিলার অভিযোগ ছিল ,জয় তাকে জিয়ন কাঠির সেটে গালিগালাজ করেছে। এমনকি ধাক্কাও মেরেছেন। সেই সময় আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে পরিচালক সহকর্মীরা সকলেই ঐন্দ্রিলার সাথ দিয়েছিলেন। যার কারণে ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছিল জয়কে। ঐন্দ্রিলার অসুস্থতার সময়ে যখন গোটা টলি পাড়া তার জন্য প্রার্থনা করছে সেই সময়ে ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করতে দেখা গিয়েছিল জয় মুখোপাধ্যায়কেও।

১৪ নভেম্বর ঐন্দ্রিলার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী ফেসবুকে অলৌকিক কিছু প্রার্থনা করেছিলেন। পরবর্তীতে শুক্রবার তিনিই জানিয়েছিলেন চিকিৎসায় সামান্য সাড়া দিয়েছে ঐন্দ্রিলা। কিন্তু রবিবার তাতে ছন্দপতন। ২৪ বছর বয়সী ওই মিষ্টি অভিনেত্রীর হাসি সারা জীবনের মতো থামলো। তবে অনুরাগী এবং পরিবার-পরিজনের হৃদয়ে বেঁচে থাকবেন ঐন্দ্রিলা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version