ঈশ্বরকে স্পর্শ করার স্পর্ধা দেখালেন এক মহামানব, ক্রিকেটের মক্কায় রেকর্ডের ফুলঝুরি

।। প্রথম কলকাতা ।।

তিনি ঈশ্বর, তিনি গড অফ ক্রিকেট। যার ব্যাটিং দেখে একসময় মুগ্ধ হতো কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁর ২২ গজে নামা মানেই গোটা দেশে জারি হয়ে যেত অঘোষিত কার্ফু। তিনি ভারতবাসীর আবেগ, তিনি শচীন রমেশ টেন্ডুলকার। তখন ভারতবাসী গর্ব করে বলতো আমাদের একটা শচীন আছে। আর এখন ভারতবাসী গর্ব করে বলে আমাদের একটা বিরাট আছে। ক্রিকেট যদি ধর্ম হয় তাহলে ক্রিকেটের সাধক হলেন বিরাট কোহলি। শচীন ও বিরাট আসলে ক্রিকেট ইতিহাসের দুই অধ্যায়। দুই সময়ের প্রতিনিধি। দুই প্রজন্মের মহানায়ক। একজন ইতিমধ্যেই ক্রিকেট ঈশ্বরের বেদিতে অধিষ্ঠিত। আর অন্যজন এখনও তাঁর রাজ্যপাট চালাচ্ছেন। ব্যাট হাতে ২২ গজে শাসন করছেন। ঈশ্বরকে ছোঁয়ার এক মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর।

অবশেষে ক্রিকেটের নন্দনকাননে ঈশ্বরকে স্পর্শ করার ভাগ্য হলো তাঁর। এভাবেও ঈশ্বরকে যে ছোঁয়া যায় তা দেখিয়ে দিলেন বিরাট কোহলি। গোটা দেশের শ্বাস-প্রশ্বাসে আজ শুধুই বিরাট আর বিরাট।তাঁর ইশ্বরকে ছোঁয়ার পথ মোটেও ফুলের পাপড়িবিছানো ছিল না। বরং তা ছিল কাঁটায় মোড়ানো। নিন্দুকদের নখ-দাঁতের আঁচড়ে রক্তাক্ত হয়েছেন, আগ্রাসন দেখিয়ে নিন্দিত হয়েছেন। তিনিই আবার সংকল্প করেছেন, হলে মহীরূহই হবেন। বিরাট কোহলি এক লড়াইয়ের নাম। হাল ছেড়ে দেওয়ার বান্দা তিনি নন। ঈশ্বরের মহার্ঘ্য রেকর্ড ভাঙলেন রক্তমাংসের সেই কোহলিই।

কলকাতার ইডেন গার্ডেন্স বিরাট কোহলির কাছে একটু স্পেশাল। ওডিআই ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির দুটি মাইলস্টোন হল এই শহরেই। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর বিরাট তাঁর কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করেছিলেন ক্রিকেটের নন্দনকাননে। এরপর ৫ নভেম্বর ২০২৩ ৪৯তম সেঞ্চুরিও করলেন সেই ইডেনেই। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির পর চলে যান অফ ফর্মে। সেই সেঞ্চুরিটাও এসেছিল ইডেন গার্ডেন্সেই। এদিন বিরাট কোহলি নিজের জন্মদিনে শুধু ঈশ্বরকে স্পর্শই করলেন তা নয়। ক্রিকেটের মক্কায় গড়ে গেলেন একাধিক রেকর্ড।

এদিন ওয়ানডে ক্রিকেটে শতরানের নিরিখে নিজের আদর্শ শচীন টেন্ডুলকারকে স্পর্শ করলেন বিরাট কোহলি। ৪৫২ ইনিংসে ৪৯ তম শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে ৪৯তম শতরান করলেন মাত্র ২৭৭ ইনিংসে। ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি ১৪৫ বার ৫০-এর বেশি রান করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা কুমার সঙ্গাকারা। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি। ১১৯ বার ৫০ প্লাস রান করেছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান করেছেন শচীন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ হাজারের বেশি রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

বিশ্বকাপে সর্বাধিক রান স্কোরারের তালিকাতেও প্রথম তিনে চলে জায়গা করে নিলেন বিরাট কোহলি। ৪৫টি ইনিংসে ২,২৭৮ রান করে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ৪৬ ইনিংসে তিনি করেছেন ১,৭৩৪ রান। এখনও পর্যন্ত ৩৪ ইনিংসে ১,৫৭৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপেই পন্টিংকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version