।। প্রথম কলকাতা।।
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেবল একজন কিংবদন্তি নন, এমন একজন ফুটবল তারকা যিনি তার রেকর্ড, খ্যাতি এবং অবশ্যই তার উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন। রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপন, যা তিনি ২০১৩ সালে একটি প্রীতি ম্যাচে চেলসির বিরুদ্ধে ফ্রি-কিক গোল করার পর প্রথম নিয়ে এসেছিলেন। যা সারা বিশ্বের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে৷ ফুটবলার থেকে শুরু করে ক্রিকেটাররা এই বিখ্যাত উদযাপন করেছেন। বেশ কয়েকজন ক্রীড়াবিদ গোল করার পর বা উইকেট নেওয়ার পর রোনাল্ডোর এই বিখ্যাত উদযাপন করেছেন।
সেইরকমই গোল করার পর একজন ভিয়েতনামী ফুটবলার রোনাল্ডোর ‘সিউউউ’ উদযাপন করতে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। ভুলভাবে এই উদযাপন করতে গিয়ে বিপদ ঘটান তিনি। গোল করার পর, ভিয়েটেল এফসি-র ট্রান হং কিয়েন বাইলাইনের দিকে দৌড়ে যান এবং রোনাল্ডোকে অনুকরণ করার চেষ্টা করেন কিন্তু শেষপর্যন্ত তিনি নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হন। জানা যায় এই উদযাপনের ফলে তার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। প্রথমে মাঠে চিকিৎসা দেওয়ার পর তাঁকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ভালো দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৮ বছর বয়সী রোনাল্ডো। বিশ্বকাপের পর পর্তুগাল দলে প্রত্যাবর্তন করে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার। লিচেনস্টাইনের বিপক্ষে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেছেন তিনি। পর্তুগালের নতুন ম্যানেজার রবার্তো মার্টিনেজ বৃহস্পতিবার রোনাল্ডোর পারফরম্যান্স দেখে তার প্রশংসা করেন। মার্টিনেজ বলেন, “এটি একটি নতুন চক্র। একজন খেলোয়াড়ের প্রতিশ্রুতি প্রদর্শন করা গুরুত্বপূর্ণ এবং আমরা তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি, এবং ক্রিশ্চিয়ানো তা দেখান।”
https://twitter.com/DundeeFut/status/1638865147535167488?s=20
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম