FIFA World Cup 2022: সাম্বা ঝলকে রেকর্ডের ফুলঝুড়ি, কোরিয়ার বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ল ব্রাজিল

।। প্রথম কলকাতা ।।

 

এই ব্রাজিল যেমন সুন্দর তেমনি বিপক্ষ দলের কাছে ভয়ঙ্কর। নক-আউটে এসেই চেনা ছন্দে দেখা গেল ব্রাজিলকে। রিচার্লিসন-নেইমাররা দলে ফিরতেই যেন স্বমহিমায় জ্বলে উঠল তিতের দল। সাম্বা ফুটবলের ঝলক দেখল বিশ্ব ফুটবল। ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন নেইমারের পায়ের জাদুতে ফুল ফুটে উঠল ৯৭৪ স্টেডিয়ামে। ভয়ঙ্কর ব্রাজিলের কাছে দক্ষিণ কোরিয়া যেন অসহায় আত্মসমর্পণ করল। ৪-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল।

 

নেইমার-রিচার্লিসনরা গড়ে গেলেন এক একটি রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক কী কী রেকর্ড গড়ল ব্রাজিল:

ব্রাজিলের হয়ে সর্বশেষ ১১ ম্যাচে ৮টি গোল করলেন নেইমার। রয়েছে সাতটি অ্যাসিস্ট। আটটি গোলের মধ্যে ৬টি গোলই এসেছে পেনাল্টি থেকে। পাশাপাশি তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করলেন নেইমার। চারটি বিশ্বকাপে গোল করে শীর্ষে রয়েছেন পেলে, তিনটি বিশ্বকাপে গোল করে দ্বিতীয় স্থানে রোনাল্ডো।

এদিন ২৯ মিনিটের মধ্যে ৩-০ গোলের লিড নেয় ব্রাজিল। যা বিশ্বকাপের মঞ্চে এতো কম সময়ে তিনটি গোল করল তাঁরা। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ম্যাচের প্রথমার্ধে ৪ গোল করল ব্রাজিল। ১৯৫৪ বিশ্বকাপে মেক্সিকো বিশ্বকাপে এই নজির গড়েছিল সেলকাওরা।

এবারের বিশ্বকাপে ব্রাজিল তিনজন গোলরক্ষক সহ তাদের স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের সকলকেই খেলিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে দলের ২৬ খেলোয়াড়কে খেলানোর ঘটনা এই প্রথম। পাশাপাশি চলতি বছরে ১০ গোল করলেন। যা ব্রাজিলের অন্য যেকোন খেলোয়াড়ের চেয়ে বেশি।

Exit mobile version