।। প্রথম কলকাতা ।।
SS RajaMouli: বক্স অফিসে তাঁর ছবি দুর্দান্ত হিট করেছে। এমনকি আন্তর্জাতিক বাজারেও সাড়া ফেলেছে তাঁর এই ছবি। যেই কারণে এবার সেরার মুকুট উঠলো তাঁর মাথায়। এতে কিছু লোকের অসুবিধে হলেও, সেরা পরিচালক রাজামৌলিই। শুক্রবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলে ‘আরআরআর’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন রাজামৌলি। এই পুরষ্কারের জন্য তাঁর সঙ্গে নাম ছিল স্টিভেন স্পিলবার্গ, ড্যারন অ্যারোনফস্কি, সারাহ পোলে সহ অন্যান্যদের। তবে এদের মধ্যে থেকে পুরস্কার অর্জন করেছেন ভারতীয় এই পরিচালক।
এদিন হলিউডের নামি পরিচালকদের পিছনে ফেলে পুরস্কার হাতে তুলে নিয়েছেন রাজামৌলি। অন্যদিকে ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের ট্রু লেজেন্ড সম্মানে সম্মানিত হয়েছেন রাম চরণ। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেলে টড ফিল্ডসের ‘টার’ ছবিটি সেরা ছবির পুরস্কার পেয়েছে। এই ছবিতে ক্যাট ব্লানচের অভিনয় সকলের নজর কেড়েছে। তিনি এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। পাশাপাশি কলিন ফ্যারেল সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘আফটার ইয়াং’ ও ‘দ্য বানশিস অব ইনিসারিন’ ছবির জন্য। এদিকে ‘নোপ’ ছবির জন্য কেকে পালমের সেরা সহ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
এই সমস্ত বিদেশীদের নামের মাঝখানে একজন ভারতীয়র নাম জ্বলজ্বল করছে। আর তিনি হলেন রাজামৌলি। যেই ছবির জন্য তিনি আজ সেরার শিরোপা পেয়েছেন, সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবিটি বর্তমানে অস্কারের বিভিন্ন ভাগে মনোনয়ন পাওয়ার জন্য লড়াই জারি রেখেছে। বিশ্বজুড়ে ১২০০ কোটি টাকার উপর আয় করেছে RRR। ভারতীয় চিত্র সমালোচকদের কাছ থেকে দারুন প্রশংসাও কুড়িয়েছে ছবি। একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় দেশে মুক্তি পেয়েছে এই ছবি। জাপান ও আমেরিকার দর্শকদের কাছে মন জয় করেছে ছবিটি। এদিন রাম চরণের জন্য গর্বিত হতে দেখা গিয়েছে চিরঞ্জিবীকে। ট্যুইট করে ছেলে রাম চরণকে শুভেচ্ছা জানান বাবা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম