।। প্রথম কলকাতা ।।
Randhane Bandhan: রান্নাঘর থেকে সুদিপাকে এবার পাকাপাকিভাবে বিদায় করে দিল জি বাংলা? শাড়ির ব্যবসা নিয়ে ব্যস্ত। সুদীপার জায়গায় এবার নতুন মুখ। এই প্রোমোটা ইতিমধ্যেই যারা দেখেছেন। তারা বুঝে গিয়েছেন রান্নাঘরের দখলে এবার অন্য কেউ। ইলিশ থেকে চিংড়ি, বিরিয়ানি বা পোলাও একসঙ্গে রাঁধছেন গৌরব-ঋদ্ধিমা। ঘরে সাত মাসের ছেলে। সুদিপার দায়িত্ব সামলাতে পারবেন তো? রান্নাঘরের বদলে কি হতে চলেছে?
গত বছরের শেষেই বাবা-মা হয়েছেন গৌরব-ঋদ্ধিমা। একরত্তি ছেলেকে সামলে অবশেষে কাজে ফিরছেন ঋদ্ধিমা, সঙ্গে আবার গৌরব। কবে থেকে এই শো দেখা যাবে, তা জানা যায়নি। কিন্তু দর্শকের মনে একটাই প্রশ্ন। প্রমোতে দেখা যাচ্ছে গৌরব-ঋদ্ধিমা দুজনই রান্না করছেন। তাহলে কি এটি রান্নার কোন শো?
দীর্ঘ ১২ বছর ধরে টেলিভিশনে তাঁর শো ছিল সুপারহিট। বিকেল ৫টা বাজতেই মানুষ রান্নাঘর দেখতে বসে পড়তেন একসময়। সেই শো পরিচিতি পেল সুদীপার রান্নাঘর হিসেবে। বছর দেড়েক আগে শেষ হয়েছিল সুদীপার রান্নাঘর। তারপর থেকে তাঁকে আর শো করতে দেখা যায় নি। বরং, নিজের ব্যবসার দিকেই জোর নজর দিয়েছিলেন। পাশাপশি, সাংসারিক জীবনে ঘটে গিয়েছে নানা ঘটনা। স্বামীর অসুস্থতার পাশাপাশি মায়ের চলে যাওয়া। সবটাই সামলেছেন নিজের হাতে।
এদিকে টেলিভিশনের দিকে আর ফিরে আসেননি। রান্নাঘরের জনপ্রিয়তা ছিল ব্যাপক। তাই জন্যই কি জি বাংলা নিয়ে এলো এই অনুষ্ঠান। জি বাংলার পর্দায় আসছে রন্ধনে বন্ধন ভালোবাসার রান্না। আর এই কুকিং শো সঞ্চালনার দায়িত্বে থাকবেন গৌরব-ঋদ্ধিমা। ছোটপর্দার বোম্যকেশ-সত্যবতী এবার নতুন ভূমিকায়।
গৌরব-ঋদ্ধিমার এই শো-র প্রোমো দেখে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতেই জুটির রসায়ন জমজমাট। শো-এর ফরম্যাট এখনও স্পষ্ট নয়। এটা আদৌ পুরোপুরি রান্নার শো কিনা তা নিয়েও জল্পনা চলছে। তবে এই শোতে গৃহবধূদের পাশাপাশি বাড়ির কর্তারাও কি সঙ্গী হবেন? ধারণা করা হচ্ছে ঘরে ঘরে জি বাংলাই বন্ধ করবে চ্যানেল। টিআরপি তালিকায় খুব বেশি নজর কাড়তে পারেনি এই শো, রন্ধনে বন্ধন কি নতুন চমক দেখাবে?
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা দুজনের। সালটা ২০১০। আর প্রথম দেখাতেই প্রেম। ২০১৭ সালের ২৮ নভেম্বর বেঁধেছিলেন গাঁটছড়া টিভির ব্যোমকেশ আর সত্যবতীর জুটি। এখন ছেলেকে নিয়ে ব্যস্ত জীবন। এবার কর্তা গিন্নি দুজনেই হাজির থাকবেন জি বাংলার পর্দায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম