।। প্রথম কলকাতা ।।
Tollywood: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় (Ushasi Ray)। যাকে আমরা এখনও বকুল বলে থাকি। টেলিভিশন ছেড়ে ওয়েব সিরিজে পা রেখেছেন উষসী। সম্প্রতি বলিউড থেকে তাঁর কাছে সুযোগ এসেছিল কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁকে দেখা যেত। কিন্তু সেই প্রস্তাব পুরোপুরি ফিরিয়ে দেন উষসী কেন জানেন? সবটা জানাবো আপনাদের। উষসী মনে করেন কোনও ছোটখাটো নয় গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েই তিনি বলিউডে আত্মপ্রকাশ করবেন। আপনার কি মত? উষসী প্রস্তাব ফিরিয়ে ঠিক করেছেন?
আসলে বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা, অভিনেত্রীরা দেশে গড়ে তুলছেন। নিজেদের পরিচয় বিশেষ করে টলিউডের অভিনেত্রীরা এক জায়গায় থেমে থাকছেন না। নিজেদের প্রতিভাকে এক জায়গায় আটকে না রেখে এগিয়ে চলেছেন ক্রমশ। এমন সময় বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে উষসী কি সঠিক সিদ্ধান্ত নিলেন? কি মনে হচ্ছে আপনাদের। তবে হ্যাঁ সবার চিন্তাধারা মতামত তো এক নয়।
ভুলভুলাইয়া-৩ এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অভিনেত্রী উষসী রায়। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। ভুলভুলাইয়া থ্রি ছবিতে একটি চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে বলা হয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী। উষসী জানিয়ে দিয়েছিলেন ওটা ছোট চরিত্র। সাংঘাতিক কিছু নয়। কার্তিকের সঙ্গে মাত্র দুটি দৃশ্য ছিল তাঁর। আর পুরো চিত্রনাট্য জুড়ে চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না। তাই না করে দিয়েছিলাম।
ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করেন। তারপরে টেলিভিশন থেকে ক্রমে ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠা। সীমিত সময় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন উষসী। আবার অন্যদিকে সঞ্জয়লীলা বানসালির ওটিটি সিরিজ হীরা মান্ডি ছবিতে আলম চরিত্রের জন্য বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। কিন্তু কেউই সুযোগ পাননি। যার মধ্যে তিনিও ছিলেন। মুম্বাইয়ের শিল্পীদের সমাজ মাধ্যমের ফলোয়ার্সের সংখ্যা সব সময় বেশি ওরা নাকি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দেখে কাস্ট করে। উষসী পাশাপাশি বলেন তার কথা নয় তিনি বাদই দিলেন। অনেক ভালো অভিনেত্রী রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে যারা অডিশন দিয়েছিলেন তারা কেন সুযোগ পেলেন না?
প্রশ্ন তোলেন অভিনেত্রী। খুব উগড়ে অভিনেত্রী আরো বলেন তিনি রাগে সিরিজটির টিজার ট্রেলার দেখেননি। পাশাপাশি তার দাবি ওই চরিত্রটির জন্য যাকে কাজ করা হয়েছে তার থেকে তিনি অনেক ভালো অভিনয় করেন। কোন চলচ্চিত্রের কাহিনী ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে। আবার এমনও হতে পারে যে ওই রোলে যদি আমি থাকতাম তাহলে আরও বেটার করতে পারতাম। হ্যাঁ সমস্ত জায়গাতেই এমন দরকষাকষি চলছে। সবাই ভাবেন যে এর থেকে আমি ভালো বা তার থেকে সেই ভালো। তেমনই বিনোদন মহলে রেষারেষি চলছে।
তবে উষসী মনে করছেন বলিউডের হাতছানিতে আবেগ তাড়িত না হয়ে মাথা ঠান্ডা রেখে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ায় সমীচীন। আরো ভালো চরিত্রের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তিনি।