।। প্রথম কলকাতা ।।
Accident: নাসিকে (Nashik) আবার ভয়াবহ বাস দুর্ঘটনা। হাইওয়েতে যাত্রি বোঝাই বাসের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। বাসটিতে সাঁইবাবার (Sai Baba) ভক্তরা ছিলেন। ‘অমর উজালা’র তথ্য অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।
কয়েক মাস আগে ২০২২ এর অক্টোবরে নাসিকে ভয়াবহ দুর্ঘটনা গোটা ভারতবর্ষকে আতঙ্কিত করেছিল। যেখানে ভোর রাতে যাত্রী বোঝাই বাসে দাউদাউ করে আগুনে জ্বলে ওঠে। যার কারণে মৃত্যু হয়েছিল প্রায় ১২ জনের। সেই ঘটনার ক্ষত নাসিকবাসীর মনে এখনো টাটকা রয়েছে। তার মাঝেই আবার নতুন বছরের শুরুতেই পাওয়া গেল মারাত্মক বাস দুর্ঘটনার খবর।
নাসিক-শিরডি (Nashik-Shirdi) হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। ওই বাসে সাঁইবাবার ভক্তরা ছিল। হঠাৎ করে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের (Maharashtra) শিরডিতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে পাথারে-এর কাছে। তথ্য অনুযায়ী, বাসে প্রায় ৫০ জন ছিল। নাসিক পুলিশ (Nashik Police) জানিয়েছে, দুর্ঘটনাটি নাসিকের পাথারে-এর কাছে ঘটেছে। শিরডি হাইওয়েতে বাসটি সাঁইবাবার ভক্তদের নিয়ে যাচ্ছিল। এর পর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
#Maharashtra | 10 people died and several others injured after a bus carrying #SaiBaba devotees collided with a truck near Pathare on #Nashik-Shirdi Highway@AtkareSrushti reports pic.twitter.com/EoPc1JsrnI
— Mirror Now (@MirrorNow) January 13, 2023
Video Custody: Mirror Now
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম