Hoichoi: ‘হইচই’তে আসছে বাংলাদেশের ৮টি ওয়েব সিরিজ, আলোচনা শুরু বিনোদন জগতে

।। প্রথম কলকাতা ।।

Hoichoi: এখনকার দিনে সিনেমার পাশাপাশি সমানতালে চলছে ওয়েব সিরিজ (Web Series)। সেটা বাংলা হোক কিংবা অন্য ভাষার, তাতে কিছু যায় আসে না। তবে ওপার বাংলার বেশ কিছু সিরিজ এপার বাংলাতেও জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে তার দ্বিতীয় অধ্যায় আসার কথা উঠলে, তা নিয়ে হইচই নজরে আসে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ‘হইচই’-তে (Hoichoi) আসতে চলেছে বাংলাদেশের নতুন ৮টি ওয়েব সিরিজ। খবর এমনটাই। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢালিউড ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) শীর্ষ তারকাদের নিয়ে তৈরি ওয়েব সিরিজ এবার দেখানো হবে ‘হইচই’তে।

এই খবর জানাজানি হতেই শোরগোল পড়েছে বিনোদন জগতে। তা ওয়েব সিরিজগুলির নাম কী?

* বুকের মধ্যে আগুন- এই সিরিজে অভিনয় করবেন অপূর্ব, তমা মির্জা সহ আরও অন্যান্য তারকারা। নয়ের দশকের একজন সুপারস্টারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প।

* আ কমন ম্যান- পরিচালক আশফাক নিপুনের এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো। নৈতিকতা আর অপরাধ এই সিরিজের মূল বিষয়বস্তু।

* মিশন হান্টডাউন- ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’-এর জনপ্রিয় পরিচালক জুটি নিয়ে আসছে এই নতুন সিরিজ। এখানে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত।

* রঙ্গিলা কিতাব- এই সিরিজে কারা অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। সিরিজের নির্মাতা অনম বিশ্বাস।

* মহানগর ২- বর্তমানে বাংলা ওয়েবে ‘মহানগর’-এর ওসি হারুন চরিত্র সকলের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশফাক নিপুনের পরিচালনায় আসছে এটি।

এছাড়া তালিকায় রয়েছে ‘কাইজার লেভেল ২’, ‘অদৃশ্য’, ‘ডেল্টা’। এক কথায় এপার বাংলার ওয়েব সিরিজকে টক্কর দিতে আসছে ওপার বাংলার এই ওয়েব সিরিজগুলি। এমনিতেই এমন অনেক তারকা আছেন যারা দুই বাংলায় কাজ করেন এবং দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। দেখার এই সিরিজগুলি কতটা দর্শকদের কাছে মান্যতা পায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version