IFFI Goa: গোয়ায় শুরু ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ২৮০টি ছবি

।। প্রথম কলকাতা ।।

IFFI Goa: রবিবার গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’র উদ্বোধন হয়ে গিয়েছে। যেখানে কাছ থেকে তারকাদের একবার দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন শয় শয় মানুষ। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে ৫৩তম ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, তথ্য সম্প্রচার দফতরের রাষ্ট্রমন্ত্রী ডঃ এল মুরুগান, গোয়ার গভর্নর শ্রীধরন পিল্লাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সহ সুজিত সরকার, প্রসূন যোশী ও আরও বিশিষ্টজনরা।

এদিন বোঝা গিয়েছে কত মানুষ সিনেমাকে ভালোবাসেন। মঞ্চ থেকে শুধু জনসমুদ্র নজরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ‘১০০ বছরের ভারতীয় সিনেমার বিবর্তন’। যেখানে ফোকাসে রাখা হয়েছে ‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব’। এবারের উদ্বোধনী ছবি ডিটার বারনার পরিচালিত অস্ট্রিয়ান ফিল্ম ‘আলমা অ্যান্ড অস্কার’।

চলচ্চিত্র উৎসব নিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘সারা বিশ্বের পরিচালকদের কাজ প্রদর্শনের ক্ষেত্র এই উৎসব। নিশ্চিত যে ভারত কো-প্রোডাকশন, পোস্ট প্রডাকশন, ফিল্ম কনটেন্ট, টেকনোলজির ক্ষেত্রে হাব হয়ে উঠবে’। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘ভারত ক্রমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা জায়গায় পৌঁছাচ্ছে। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ নীতির রূপায়ণের পথে এগিয়ে চলেছি আমরা সবাই’।

অন্যদিকে এই উৎসবকে কেন্দ্র করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অপারশক্তি খুরানা। এরপর নৃত্য পরিবেশন করেন ম্রুণাল ঠাকুর। সেইসঙ্গে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় মনোজ বাজপেয়ী, সুনীল শেট্টি, অজয় দেবগন, পরেশ রাওয়ালকে। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় স্প্যানিশ পরিচালক কার্লোস সওরাকে। যদিও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তাঁর রেস্ট্রোস্পেকটিভ থাকছে এবারে। এদিকে ২০২২-এর ‘ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন চিরঞ্জীবী। পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করেছেন কার্তিক আরিয়ান, সারা আলি খান, বরুণ ধাওয়ান, ঋতাভরী চক্রবর্তী, ক্যাথরিন টেরিজা। এবারে ৭৯টি দেশের ২৮০ টি ছবি দেখানো হবে। সব মিলিয়ে প্রায় ৫০০ ফিল্মের স্ক্রিনিং রয়েছে। সেইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওটিটিকেও। ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘গণশত্রু’, ‘দ‌্য স্টোরি টেলার’, ‘দৃশ‌্যম টু’, ‘গোল্ডফিশ’, ‘ভেড়িয়া’ ইত্যাদি ছবিগুলির প্রিমিয়ার রয়েছে। এককথায় জমজমাট হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version