Zubeen Garg’s Birthday: ৫০তম জন্মদিন জুবিন গর্গের, প্রথম গুরু কাকে মনে করেন গায়ক?

।। প্রথম কলকাতা ।।

Zubeen Garg’s Birthday: কী না পারেন তিনি। গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং সমাজসেবী। একসঙ্গে বাজাতে পারেন তবলা, গিটার, হারমোনিয়াম, ড্রামস, দোতারা, ম্যান্ডোলিন সহ ১২টি যন্ত্র। আজ ৫০ তম জন্মদিন প্রতিভাবান এই ব্যক্তিত্ব তথা অসমের হার্টথ্রব জুবিন গর্গের।

১৯৯২-তে গায়কের প্রথম অসমীয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তি পেয়েছিল। আজকের এই দিনেই মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন। পিতার নাম মোহিনী. এম. বরঠাকুর এবং মাতা স্বর্গীয়া ইলি বরঠাকুর। প্রসিদ্ধ গীতিকার জুবিন মেহতার নামকরণে তাঁর নাম রাখা হয়েছে ও গোত্রের নাম থেকে উপাধি নেওয়া হয়েছে। তবে দেখতে গেলে, জুবিনের মধ্যে যা যা প্রতিভা রয়েছে তার কিছুটা কৃতিত্ব যায় তাঁর বাবা-মাকেও। বাবা ‘কপিল ঠাকুর’ ছদ্মনামে কবিতা লিখতেন। মা ইলি বরঠাকুর ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও গায়িকা। কিন্তু পেশাগতভাবে নিজের প্রতিভাকে কখনোই কাজে লাগাননি। যে কারণে প্রথম গুরু হিসেবে মাকে দেখেন গায়ক। তাঁর বোনের নাম জংকি বরঠাকুর। তিনিও একজন অভিনেত্রী ও গায়িকা ছিলেন। ২০০২-এ মোটর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। আর তাঁর স্মৃতিতেই ‘শিশু’ নামক একটি গানের অ্যালবাম রচনা করেন জুবিন।

গুরু রবীন ব্যানার্জী থেকে ছোটবেলায় তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন গায়ক। অন্যদিকে অসমীয়া লোক সংস্কৃতির শিক্ষা নিয়েছিলেন রমনী রায় থেকে। তাঁর পরিবার গুয়াহাটিতে এলে তিনি জগন্নাথ বরুয়া কলেজ ছেড়ে গুয়াহাটির বি. বরুয়া কলেজে বিজ্ঞানের স্নাতক বিভাগে ভর্তি হন। কিন্তু সঙ্গীতের দিকে মনোনিবেশ করতে গিয়ে, কলেজ পুরোপুরি পড়ে ওঠা হয়নি তাঁর। ১৯৯২-তে অসমীয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তি পাওয়ার পর সকলের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর নিজের নামে ৪০-এর বেশি অ্যালবাম রয়েছে। সেইসঙ্গে অসংখ্য ছবিতে কন্ঠ দিয়েছেন। হিসেব অনুযায়ী, ৪০টি ভাষায় ২০ হাজারের থেকেও বেশি গান রয়েছে।

‘গ্যাংস্টার’, ‘পেয়ার কি সাইড এফেক্ট’-এর মত হিন্দি চলচ্চিত্রের দরুন তাঁর ছোঁয়া পাওয়া গিয়েছে। ২০০০ সালে অসমীয়া চলচ্চিত্র ‘তুমি মোর, মাথো মোর’ কাহিনী লিখেছিলেন এবং নিজেই তা পরিচালনা ও অভিনয় করেছিলেন জুবিন। পরবর্তীতে ২০০৫-এর দিকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘দীনবন্ধু’তে সহ পরিচালনা ও অভিনয় করেছিলেন, পাশাপাশি গেয়েছেনও। ‘ক্রিশ-৩’, ‘জিমি’, ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’, ‘আই সি ইউ’, ভিক্টোরিয়া নং ২০৩, ‘বোম্বাই টু ব্যাংকক’ সহ আরও নানা ছবিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন জুবিন। তাঁর পরিচালিত এবং অভিনীত ‘কাঞ্চনজঙ্ঘা’ নামের একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি পায় ২০১৯-এ। সেটি বিদেশেও মুক্তি পেয়েছে।

চলতি বছর ৫০তম জন্মদিন উপলক্ষে ৫০ পাউন্ড কেক কাটবেন গায়ক। জানা গিয়েছে, এদিন ‘অল আসাম জুবিন গর্গ ফ্যানক্লাব’ জোরহাটের কোর্ট ফিল্ডে প্রখ্যাত গায়ক জুবিনের ৫০তম জন্মদিন উদযাপন করবে। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। এই দিনে তাঁর নতুন গান ‘জিলিকি জিলিকা’ রিলিজ হতে পারে। এদিন গায়কের জন্মদিন নিয়ে উচ্ছসিত তাঁর ভক্তকূল।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version