Hockey World Cup 2023 : ৫ ভারতীয় খেলোয়াড় যাদের ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত

।। প্রথম কলকাতা ।।

 

হাতে আর মাত্র একটা দিন, তারপরই শুরু হতে চলেছে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩। আগামী ১৩ থেকে ২৯ জানুয়ারি ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় বসছে হকি বিশ্বকাপের আসর। ১৩ জানুয়ারী বিসরা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ভারতীয় হকি দল। কঠিন পুল ‘ডি’-তে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। হকি বিশ্বকাপে ভারতীয় দলে যে পাঁচজন তারকার দিকে নজর থাকবে সমর্থকদের।

 

হরমনপ্রীত সিং : আসন্ন হকি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। এই ড্র্যাগ-ফ্লিকার গত কয়েক বছরে ভারতীয় হকির পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার শক্তিশালী ফ্লিক এবং বিশ্বমানের ডিফেন্স দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিণত করেছে। ২০২০ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ-পদক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। টুর্নামেন্টে ছয় গোল করে তিনি ভারতের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

 

আকাশদীপ সিং: ২০১২ সালে অভিষেকের পর থেকে আকাশদীপ সিং ভারতের হয়ে ২০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন৷ পিআর শ্রীজেশ এবং হরমনপ্রীতের পর তিনিই দলের একমাত্র খেলোয়াড় যিনি ২০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন৷ তিনি ২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলে সবচেয়ে অভিজ্ঞ ফরোয়ার্ড৷ ২০২২ সালে পাঁচ ম্যাচের টেস্ট চলাকালীন বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিক করেছিলেন৷

 

পিআর শ্রীজেশ: অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ নিঃসন্দেহে বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি ২০২২ সালে এফআইএইচ (FIH) ‘গোলরক্ষক অফ দ্য ইয়ার’ নির্বাচিত হন এবং বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে গণ্য হন। টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির বিরুদ্ধে তিনি শেষ কয়েক সেকেন্ড আগে একটি পেনাল্টি কর্নার স্মরণীয়ভাবে বাঁচিয়ে ভারতের ত্রাতা হয়ে উঠেছিলেন।

 

মনপ্রীত সিং: মনপ্রীত সিংয়ের নেতৃত্বে বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ রৌপ্য পদক জেতার আগে ভারত টোকিওতে অলিম্পিক ব্রোঞ্জ পদক জয় করে। তিনি এখন বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের মূল ভিত্তি। ভারতীয় হকিতে তাঁর অবদানের জন্য অর্জুন পুরস্কারও জিতেছেন। তিনি ২০২১ সালে ভারতের ক্রীড়াবিদদের দেওয়া সর্বোচ্চ সম্মান খেলা রত্ন পুরস্কারও পেয়েছেন।

 

বিবেক সাগর প্রসাদ: বিবেক সাগর প্রসাদ টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের একজন সদস্য ছিলেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপের সপ্তম সংস্করণে ভারত অনুর্ধ্ব-২১ দলকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। গোড়ালির চোটের কারণে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর এবং এফআইএইচ হকি প্রো লিগে তিনি খেলতে পারেননি। আসন্ন বিশ্বকাপে দলে প্রত্যাবর্তন করবেন বিবেক সাগর প্রসাদ।

Exit mobile version