IND vs SL: ৪৬তম ওডিআই সেঞ্চুরি! শচীন টেন্ডুলকারের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

।। প্রথম কলকাতা ।।

 

ফিরে এসেছেন সেঞ্চুরির রাজা। তা আরও একবার প্রমাণ করলেন। ১৫ জানুয়ারী রবিবার তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের ফাইনাল ম্যাচে বিরাট কোহলি তার ৪৬তম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেছেন। বিরাট কোহলি ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে ওয়ানডে সেঞ্চুরির জন্য ৩ বছরের খরার অবসান ঘটিয়েছিলেন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জানুয়ারিতে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি ১১৩ রান করেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৪ রানে আউট হয়ে যান কোহলি, ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সেঞ্চুরির হ্যাটট্রিক মিস করেন।

 

সিরিজের ফাইনাল ম্যাচে আবারও সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে । রোহিত শর্মা এবং শুভমান গিলের মধ্যে একটি শক্তিশালী ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপের পরে ব্যাট করতে আসেন বিরাট কোহলি। ৯ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবং শুভমান গিলের সঙ্গে ১৩১ রানের জুটি বাঁধেন। কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ শতরানের সর্বকালের ওয়ানডে রেকর্ডের সমান হতে প্রয়োজন মাত্র ৩ সেঞ্চুরি। ৫০ ওভারের ফরম্যাটে মাত্র ২৬৯ ম্যাচে কোহলি তার ৪৬তম ওডিআই সেঞ্চুরি পেয়েছেন যেখানে টেন্ডুলকার ৪৬৩ ইনিংস খেলেছিলেন।

কোহলি তার ৪৬তম ওডিআই সেঞ্চুরি করে একাধিক ওডিআই রেকর্ড ভেঙেছেন। শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শচীন টেন্ডুলকার ১৬৪ ম্যাচে ঘরের মাঠে ২০ সেঞ্চুরি করেছিলেন যেখানে কোহলি ১০৫তম ওয়ানডেতে এই নজির গড়লেন। কোহলি ঘরের মাঠে ২১টি সেঞ্চুরি করেছেন এবং ২৫টি সেঞ্চুরি করেছেন বিদেশের মাটিতে।

 

শুধু তাই নয় বিরাট কোহলি একক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ওয়ানডে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন তিনি। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দশম ওয়ানডে শতরান করেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি ৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। এখানেই থেমে থাকেননি বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক শ্রীলঙ্কার বোলিং আক্রমণে আধিপত্য বিস্তার করেছিলেন। মাত্র ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থেকে যান বিরাট কোহলি। তাঁর ইনিংসে সাজানো ছিল ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি। বিরাট কোহলি ও শুভমান গিলের (১১৬) ব্যাটিংয়ের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত।

Exit mobile version