।। প্রথম কলকাতা ।।
বিরাট কোহলিকে পূর্ণ মেজাজে দেখার চেয়ে ক্রিকেট মাঠে ভালো দৃশ্য কী আর কিছু আছে? মঙ্গলবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রান করেন বিরাট কোহলি। বিরাট কোহলির এই ইনিংসে সাজানো ছিল ১২টি চার ও একটি ছক্কায়। এই সেঞ্চুরি ছিল প্রাক্তন ভারত অধিনায়কের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি। এবং তিনটি ফরম্যাটে তাঁর ৭৩তম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে ২৭ ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি রয়েছে বিরাটের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে ঘরের মাঠে ২০টি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। যা সর্বোচ্চ তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন। শীর্ষে থাকা শচীনেরও রয়েছে ২০টি সেঞ্চুরি। আর একটি সেঞ্চুরি করলেই শচীনের সর্বকালের সেরা রেকর্ডটি নিজের দখলে করে নেবেন বিরাট কোহলি। এছাড়াও এদিন কোহলি ২৫৭ ইনিংসে দ্রুততম ১২,৫০০ ওডিআই রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে শচীনের ৪৯টি রেকর্ড ভাঙতে বিরাটের দরকার আর মাত্র পাঁচটি সেঞ্চুরি।
এদিন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ৪৫তম ওডিআই সেঞ্চুরি সহ, কোহলির এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে নয়টি সেঞ্চুরি রয়েছে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি বিরাটের দখলেই। প্রথম ওডিআইয়ের আগে কোহলি ও টেন্ডুলকার যৌথভাবে রেকর্ডটি করেছিলেন। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিও নয়টি সেঞ্চুরি করেছেন।