County Championship: এক ওভারে ৪৩ রান! লজ্জার রেকর্ড ইংল্যান্ড পেস বোলারের

।। প্রথম কলকাতা ।।

 

County Championship: লজ্জার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ওলি রবিনসন। দিলেন এক ওভারে ৪৩ রান। বুধবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে এক ওভারে ৪৩ রান দিলেন ইংল্যান্ড বোলার। যা প্রথম-শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ওভার। ছয় বলে ছয় ছক্কা খেয়ে স্টুয়ার্ড ব্রড খরচ দিয়েছিলেন ৩৬ রান। এদিন রবিনসন তাঁকেও ছাপিয়ে গেলেন। ২০২১ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ২০টি টেস্ট খেলেছেন।

 

৫৯তম ওভারে ৪৩ রান করেন লেস্টারশায়ারের লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মারেন কিম্বার। দ্বিতীয় বল নো করলে সেই বলেও ছক্কা হাঁকান লেস্টারশায়ার ব্যাটার। দ্বিতীয় বলে চার মারেন লুইস। তৃতীয় বলে ছক্কা হাঁকান এবং চতুর্থ বলে মারেন চার। পঞ্চম বল ফের নো করেন ওলি রবিনসন। কিন্তু সেই বলেও ছক্কা হাঁকান কিম্বার। দ্বিতীয় পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। সেটাও ছক্কা হাঁকান কিম্বার। আর শেষ বলে এক রান নিয়ে মোট ৪৩ রান করেন তিনি। সেইসঙ্গে নিজের শতরানও পূর্ণ করেন কিম্বার।

 

এদিন ১১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬২ বলে সেঞ্চুরি করেন কিম্বার। শেষ পর্যন্ত ১২৭ বলে ২৪৩ রান করে আউট হন কিম্বার। সাসেক্সকে ৪৪৬ রানের টার্গেট দেয় লেস্টারশায়ার রবিনসন হোভে সাসেক্সের হয়ে খেলার সময় লিসেস্টারশায়ারের বিরুদ্ধে ডিভিশন টু ম্যাচে তাঁর ওভার সম্পূর্ণ করতে ৯ বল লেগে যায়।

 

https://x.com/mufaddal_vohra/status/1805938550623567882

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version