এক বলে ২৮৬ রান! কোন ম্যাচে ঘটেছিল এমন ঘটনা ?

।। প্রথম কলকাতা ।।

একটি নির্দিষ্ট বলে ব্যাটসম্যানদের সর্বোচ্চ কত রান নিতে দেখেছেন? উত্তর কোনোমতেই দুই অঙ্ক ছাড়াবে না বলে বিশ্বাস। কিন্তু যদি শোনেন রানসংখ্যা তিন অঙ্ক ছাড়িয়েছে। তাহলে নিচয় অবাক ই হবেন, বা চট করে বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এই ঘটনা কতটা সত্য চলুন জেনে নেওয়া যাক। ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ান লিগে ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যান জোরাল এক শট মারেন। বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের মধ্যে থাকা একটি গাছের উঁচু ডালে আটকে যায়। এ সময় পশ্চিম অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা আম্পায়ারের কাছে বল হারিয়ে যাওয়ার কথা জানালেও আম্পায়ার তাতে রাজি হননি। কারণ গাছের ডালে আটকে থাকা বলটি খুব ভালোভাবেই চোখে পড়ছিল আম্পায়ারের। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেন। এই ম্যাচের খবর প্রকাশিত হয় ইংরেজি জার্নাল ‘পাল মেল’ গেজেটে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version