AFI National Jumps Competition: লং জাম্পে জাতীয় রেকর্ড ভাঙলেন ২১ বছর বয়সী জেসউইন অলড্রিন

।। প্রথম কলকাতা ।।

AFI National Jumps Competition: বৃহস্পতিবার, ২ মার্চ বান্নিহাট্টিতে দ্বিতীয় এএফআই জাতীয় জাম্প প্রতিযোগিতায় পুরুষদের লং জাম্পে জাতীয় রেকর্ড গড়লেন তামিলনাড়ুর জেসউইন অলড্রিন (Jeswin Aldrin)৷ অলড্রিন দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন জাম্পস চ্যাম্পিয়নশিপে রেকর্ড ভেঙেছেন। রেকর্ডের পর অলড্রিন বলেন, ‘আমি এখন বিশ্ব পর্যায়ে এই ধরনের পারফরম্যান্স তৈরি করতে চাই।’

গত বছর এপ্রিলে কোঝিকোড়ে ফেডারেশন কাপে সতীর্থ এম শ্রীশঙ্করের ৮.৩৬ মিটারের রেকর্ড মুছে ফেলতে ২১ বছর বয়সী অলড্রিন ৮.৪২ মিটার লাফ দিয়েছিলেন। যা টোকিও অলিম্পিক স্বর্ণপদক জয়ী মিল্টিয়াদিস তেন্তোগ্লোর চেয়ে অলড্রিনের লাফ ০.১মি বেশি ছিল, যিনি ৮.৪১মি লাফ দিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছিলেন। অলড্রিন এমনকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ওয়াং জিয়ানানকে হারিয়েছেন।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এই মরসুমে অলড্রিনের চেয়ে ভালো কেউ লাফাতে পারেনি। স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জেসউইন বলেন, “জাতীয় রেকর্ডটি আসতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে এবং আমি খুশি যে এটি এমন একটি ভেন্যুতে এসেছে যেখানে আমি প্রশিক্ষণ নিচ্ছি। এটা গত কয়েক বছর ধরে এখানে আসা কঠোর পরিশ্রমের ফল।”

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version