।। প্রথম কলকাতা ।।
ICC ODI World Cup 2023 Final: দেশজুড়ে ক্রমেই পারদ চড়ছে ক্রিকেট বিশ্বকাপের। একে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের আসর বসছে। তারউপর আবার ফাইনালে ভারত। ফলে উত্তেজনা যে ক্রমেই আকাশ ছুঁতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফাইনালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দর্শকদের মনোরঞ্জনের জন্য থাকছে বিশেষ চমক। সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ হতে চলেছে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। খেলা শুরুর আগে ১০ মিনিট ধরে আকাশে চোখ ঝলসানো মহড়ায় থাকবে মোট ৯টি বিমান। এছাড়াও থাকছে বলিউড সিঙ্গার প্রীতমের লাইভ পারফরম্যান্স। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসকেও।
প্রায় কুড়ি বছর পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নিষ্ঠুর প্রতিশোধের অসীম লিপ্সায় ছেয়ে গিয়েছে আসমুদ্রহিমাচলের আবহাওয়া। কুড়ি বছর আগের জোহানেসবার্গ ফাইনালে সৌরভের ভারতের সেই হারের জ্বালা মেটানোর সুযোগ ভারতবাসীর। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ১৪০ কোটি ভারতবাসী চাইছে মোতেরায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে হারিয়ে রোহিতরা বিশ্বকাপ ট্রফি ঘরে তুলুক। কুড়ি বছর পর অস্ট্রেলিয়া যুদ্ধে যাতে কোন ফাঁকফোকর না থাকে, তার নিরন্তর প্রচেষ্টায় লেগে রয়েছেন দ্রাবিড়-রোহিতও। কারণ বছর কুড়ির আগে সেই কালান্তক ফাইনাল হারের সাক্ষী ছিলেন রাহুল দ্রাবিড়। তাই তিনিও চাইছেন সেই হারের জ্বালায় প্রলেপ দিতে। তাই তো এদিন সকলে প্র্যাকটিসে নামলেও অধিনায়ককে সঙ্গে নিয়ে সারাক্ষণ পড়ে রইলেন পিচের পাশে।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারটি ম্যাচ আয়োজিত হয়েছে। এই মাঠেই এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথম দিনেই চার-ছয়ের বন্যা দেখেছিল দর্শকরা। তবে পরের তিনটি ম্যাচ ছিল লো স্কোরিং। কারণ সেই ম্যাচগুলিতে বল টার্ন করতে শুরু করে। পিচ থেকে সুবিধা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন স্পিনাররা। এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তবে ফাইনালের পিচ অতিরিক্ত সুইং করবে নাকি আগুনে বাউন্সে কাত হবে বিপক্ষ। ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে বরাবরই বড় রান করে এসেছেন।
তবে স্পিনিং ট্র্যাকে বিরুদ্ধে বরাবরই দুর্বল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতলেও ঘূর্নি বোলারদের সামনে হেড-স্মিথ-ওয়ার্নারদের অসহায় লেগেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার সেই দুর্বলতাকেই কাজে লাগাতে চাইছে ভারত। তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিন নেটে বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। যারফলে ফাইনালে তার খেলা নিয়ে জল্পনা বাড়ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম