।। প্রথম কলকাতা ।।
Sarada Devi: পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই এই সারদা মায়ের ১৭০ তম জন্মদিন উৎসব পালিত হচ্ছে রাজ্যজুড়ে। বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান। ১৮৫৩ সালের বাইশে ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি এক দরিদ্র ব্রাহ্মণ ধর্ম পরায়ন পরিবারে সারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী।
আজ শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি উৎসব। সারদা মায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মঠসহ একাধিক জায়গায় পালিত হচ্ছে নানান উৎসব। শ্রীশ্রী মাতা ঠাকুরানি জন্মতিথি উৎসব আজ বৃহস্পতিবার ১৫ ই ডিসেম্বর বেলুড় মঠে পালন করা হচ্ছে। ১৭০ তম জন্মতিথির অনুষ্ঠান পালিত হয় আজ বেলুড়ের রামকৃষ্ণ মিশন ও মঠে।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিনব্যাপী রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ হাওড়াতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে। দু বছর আগে বেলুড় মঠ বন্ধ ছিল করোনা সংক্রমনের জন্য। আগের বছরও দর্শনার্থীরা এসেছিলেন। এ বছরও এই অনুষ্ঠান বেলুড় মঠ পালন করছে। সকাল বেলা চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোর থেকে শুরু হয় বেলুর মঠের অনুষ্ঠান। প্রথমে মঙ্গল আরতি হয়। এছাড়াও রয়েছে বেদ পাঠ ,স্তব গান ,ভজন, বিশেষ পুজো, হোম ,মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি ,গীতিনাট্য শ্যামা সংগীত, পদাবলী কীর্তন ভজন ,ধর্ম সভা ,প্রসাদ বিতরণ সন্ধ্যা আরতি ও ভজন দিয়ে শেষ হবে অনুষ্ঠান। এই সকল অনুষ্ঠানে দর্শনার্থীরা আসতে পেরে আনন্দে কেঁদে ফেলছেন। মায়ের জন্মতিথির দিন বেলুড় মঠে আসাটা তাদের কাছে বিশাল পাওনা বলে জানিয়েছেন দর্শনার্থীরা। গোটা দিন ধরেই চলবে বেদ পাঠের অনুষ্ঠান। সঙ্গে থাকবে ভজনের অনুষ্ঠান। সন্ধ্যেতে রয়েছে সন্ধ্যারতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম