Shaheer-Ruchika: ‘অল্পের জন্য রক্ষা পেয়েছে ১৬ মাসের মেয়ে’, ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন টেলি অভিনেত্রী

।। প্রথম কলকাতা ।।

Shaheer-Ruchika: জনপ্রিয় টেলি তারকা তাঁরা। ইন্ডাস্ট্রিতে তাঁদের পরিচিতি বেশ। এদিন সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। আরেকটু হলেই ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে যাচ্ছিল টেলি অভিনেত্রী রুচিকা কাপুরের (Ruchika Kapoor) পরিবারে। এমন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যে, তিনি তা মনে করতে চাইছেন না। কী এমন হয়েছে অভিনেত্রীর সঙ্গে? জানা গিয়েছে, অল্পের জন্য প্রাণে বেঁচেছে তাঁর ১৬ মাসের একরত্তি মেয়ে। কী হয়েছে আসল ঘটনা?

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেত্রী। ভয়াবহ সেই রাতের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন দমকলকর্মী ও স্বামী শাহিরকে (Shaheer Sheikh)। লেখেন, ‘রাত তখন দেড়টা। ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। জানতে পারি বিল্ডিংয়ে আগুন লেগেছে। দরজা খুলে দেখি কালো ধোয়ায় ভরে গিয়েছে গোটা জায়গাটা। তখন সেখান থেকে বেরিয়ে আস আমাদের সম্ভব হচ্ছিল না। জানতাম আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে সেটা কতক্ষণ, তা বুঝতে পারছিলাম না। গোটা বিষয়টা শাহিরকে জানাই। বাবা অসুস্থ, উনি হুইলচেয়ার ব্যবহার করেন। আর ১৬ মাসের মেয়ে’।

অভিনেত্রী জানান, ‘১৫ তলা থেকে আমাদের নেমে আসাটা মোটেই সহজ ছিল না। একটা ভিজে তোয়ালি দরজার নিচে রাখি, যাতে কালো ধোয়াটা ভেতরে ঢুকতে না পারে‌। দমকল কর্মী জানান, যতক্ষণ না তাঁদের বের করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, নাকের কাছে ভিজে ন্যাপকিন রাখতে, যাতে মরে না যাই। এদিকে শাহির এবং আরেকজন পার্কিং থেকে গাড়ি সরায়, ফায়ার ইঞ্জিনের জন্য রাস্তা পরিষ্কার করে। এই ধরনের ঘটনা যে ঘটবে, সেটা কল্পনাও করিনি। ভোর সাড়ে তিনটে নাগাদ শাহির ও চারজন দমকল কর্মী আমার ফ্ল্যাটে এসে পৌঁছায়। সর্বপ্রথম মেয়ে আনায়া আর আমার মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে বাবাকে নিচে নামিয়ে নিয়ে যান দমকল কর্মীরা’। ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা শাহিরও। এদিন সিনেমার হিরোর মত নিজের পরিবারের জীবন রক্ষা করেছেন তিনি। মুম্বইয়ের অন্ধেরি পশ্চিমের শাস্ত্রীনগরের একটি আবাসনে থাকেন তাঁরা। আর সেখানেই ঘটেছিল এই ভয়াবহ ঘটনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version