Serial TRP: চলতি সপ্তাহের সেরা ১০-এ ১৩টি ধারাবাহিক! শীর্ষে রয়েছে কোন মেগা?

।। প্রথম কলকাতা ।।

Serial TRP: চলতি সপ্তাহে ফের এসে গিয়েছে ধারাবাহিকের ফলাফল প্রকাশের দিন। যেভাবে পরীক্ষা শেষে রেজাল্টের ভয়ে বসে থাকে পরীক্ষার্থীরা, ঠিক সপ্তাহের এই দিনটিকে নিয়ে চিন্তিত থাকেন ধারাবাহিকের কলা-কুশলীরা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জানা যায় কোন ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জনে ব্যর্থ হয়নি। চলতি মাসে অনেক নতুন সিরিয়াল এসেছে টিভির পর্দায়। লড়াই বেড়েছে পুরনো ধারাবাহিকগুলির। এই সপ্তাহে অনেকটাই রদবদল হয়েছে মেগার স্কোরবোর্ডে। দর্শকদের পছন্দ অনুযায়ী এবারেও টপার ‘জি বাংলা’র ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)।

বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি চার্টের (TRP) শীর্ষস্থান ধরে রেখেছে ‘জি বাংলা’র এই ধারাবাহিক। চলতি সপ্তাহে পেয়েছে ৯.২ নম্বর। তথাকথিত অন্যান্য ধারাবাহিকের থেকে এর কাহিনী অনেকটাই আলাদা। তাই হয়তো দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এটি। অন্যদিকে ‘আজ তক বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একসঙ্গে ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে (Khelna Bari) খেলনা বাড়ি ও অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এদিকে চলতি মাসে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্থ স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। নীল-তিয়াসার জুটিকে ফের পছন্দ করছে দর্শকরা। তার প্রমাণ মিলছে টিআরপি চার্টে।

এক নজরে সেরা ১০-

১. জগদ্ধাত্রী (৯.২)

২. খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া (৮.৩)

৩. গৌরী এলো (৮.০)

৪. পঞ্চমী, বাংলা মিডিয়াম (৭.৮)

৫. নিম ফুলের মধু (৭.৬)

৬. আলতা ফড়িং (৭.৩)

৭. এক্কা দোক্কা (৭.০)

৮. গাঁটছড়া (৬.৬)

৯. মিঠাই (৬.৫)

১০. সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

এর আগে ‘কৃষ্ণকলি’তে নীল (Neel) ও তিয়াসার জুটি দর্শকদের মন জয় করেছে। এবার ফের ‘বাংলা মিডিয়াম’-এর দরুন দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন দুই তারকা। একদিকে সবে সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলি চলে যাচ্ছে টিআরপি চার্টের শীর্ষে। আর অন্যদিকে যারা একসময় শীর্ষে থাকত তাদের ফলাফল খারাপ। ‘মিঠাই’ (Mithai) টিআরপি চার্টের ৯ নম্বরে দাঁড়িয়ে। ‘গাঁটছড়া’ (Gaatchora) ৬.৬ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে।

এদিকে সেরা ১০ থেকে বের হতে হতে বেঁচেছে ‘সাহেবের চিঠি’ (Shaheber Chithi) ও ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। দেখতে গেলে, পুরনো ধারাবাহিকে আনা হচ্ছে নতুন ট্যুইস্ট। পরিবর্তন করা হচ্ছে সম্প্রচারের সময়ও। কিছু ধারাবাহিক টিকে থাকতে পারলেও, লড়াইয়ের ময়দান ছেড়ে বেরিয়ে গিয়েছে অনেক মেগাই। দেখার, আগামী দিনে কোন ধারাবাহিক টিকে থাকতে পারে সেরা দশে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version