Boman Irani: আজকের জনপ্রিয় অভিনেতা একসময় কাজ করতেন ওয়েটারের! জন্মদিনে বোমান ইরানি

।। প্রথম কলকাতা।।

Boman Irani: বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা তিনি। এক নামে আজ সবাই তাঁকে চেনে। ‘ডন’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমায় নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন এই ব্যক্তিত্ব। আজ, ২ ডিসেম্বর জন্মদিনের শুভেচ্ছা বোমান ইরানিকে।

মুম্বইয়ে জন্মগ্রহণ করেন বোমান। বি.জে.পি.সি ইনস্টিটিউট থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি। তার পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করে ‘তাজমহল প্যালেস ও টাওয়ার’-এ ওয়েটার এবং রুম সার্ভিস কর্মী হিসেবে যোগদান করেন। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কাজ শুরু করেন তিনি। ২০০৩-এ ‘মুন্নাভাই এম.বি.বি.এস’ সিনেমায় তাঁর অভিনয় সকলের নজরে আসে। এছাড়া সিনেমা জগতে পাকাপাকিভাবে কাজ শুরুর আগে ফ্যান্টা, সিয়েট, ক্র্যাক জ্যাক বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করেছেন। ‘ডরনা মানা হ্যায়’ ছবিতে ছোট্ট একটি ভূমিকায় কাজ করে বেশ প্রশংসা পেয়েছিলেন অভিনেতা। আর তারপরেই ‘মুন্নাভাই এম.বি.বি.এস’ ছবিতে ডক্টর আস্তানার ভূমিকায় জনপ্রিয়তা পান। ২০০৪-এ ফিল্মফেয়ার বেস্ট কমেডিয়ান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

তাঁর এতগুলি চরিত্রের মধ্যে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ভাইরাস’ চরিত্রটি দর্শকবৃন্দের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হিন্দি, ইংরেজি, গুজরাটি, বাংলা এবং মারাঠি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারেন এই অভিনেতা। তাঁর প্রথম ফিল্মের নাম ‘এভরিবডি সেইস আই অ্যাম ফাইন’। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘উঁচাই’। যেকোনও চরিত্রকে অনায়াসেই পর্দায় ফুটিয়ে তুলতে পারেন এই ব্যক্তিত্ব। অন্তত তাঁকে নিয়ে এমনটাই মনে করে বলিউড। দীর্ঘ কুড়ি বছরে তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করে ফেলেছেন, যা শুধুমাত্র তাঁর পক্ষেই করা সম্ভব। তাঁর ‘লাফটার থেরাপি’ আজও অনুসরণ করেন অনুরাগীরা। আজ, জন্মদিন অভিনেতার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version