।। প্রথম কলকাতা ।।
Working womens: কর্মজীবী নারীরা কর্মক্ষেত্রে মানসিক চাপের কথা বলে থাকেন। অনেক সময় মনে হয় অফিসের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হতে পারলেই যত সুখ। তবে গবেষণা কিন্তু একথা বলে না। সম্প্রতি পেন স্টেট ইউনিভার্সিটি (University) একদল গবেষক কর্মজীবী বিবাহিত নারীদের উপর সপ্তাহব্যাপী এক সমীক্ষা চালিয়ে দেখেছে।নারীরা আসলে কর্মক্ষেত্র থেকে ঘরে বেশি মানসিক চাপে থাকেন।
আর এর জন্য ঘরের তুলনায় তারা কর্মক্ষেত্রে থাকার সময়টিই বেশি সুখের মনে করেন। দিনের ভিন্ন ভিন্ন সময় তাদের মানসিক অবস্থা জেনে এই গবেষণা করা হয়েছে।
অবাক করা বিষয় এই গবেষণায় বলা হয়েছে পুরুষরা কিন্তু কর্মক্ষেত্রের তুলনায় ঘরেই বেশি সুখী। কারণ হিসেবে বলা হয়েছে নারীরা খুব চাপ নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন না। কাজের ক্ষেত্রে সন্তুষ্টি না থাকলে তারা অন্য কাজ দেখেন বা কাজ ছেড়েও দেন অনেক সময়। আবার অন্যদিকে পুরুষের কাজ বা কাজের পরিবেশ পছন্দ হলে কাজটি তাকে বেশিরভাগ ক্ষেত্রেই করে যেতে হয় সেজন্য ঘরে ফিরে তারা অনেক রিলাক্সড (Relux) ফিল করেন।
নারীদের বাইরের কাজ করে ঘরে ফিরে পুরো সংসার সামলাতে হয় এক হাতে। তার ফলে বাইরের সময়টাই তারা অপেক্ষাকৃত ভালো অনুভব করেন। আবার বাচ্চা থাকলে ঘরে ফিরে সন্তানকে কাছে পেয়ে মায়েরা কিন্তু বেশ ভালোই সময় কাটান যদিও অনেক বেশি কাজ করতে হয় তবে তার মানসিক চাপও কমে। চাকরিজীবী নারীদের জন্য ঘর সুখের হতে পারে যদি সঙ্গী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম