।। প্রথম কলকাতা ।।
Shah Rukh Khan: অনস্ক্রিন কোনও নায়িকাকে চুমু খাননি শাহরুখ বিষ্ফোরক সত্যি ফাঁস বাদশার। কিন্তু শুধু একটা কারণে ক্যাটরিনার ঠোঁটে ঠোঁট রাখেন শাহরুখ খান পরিচালকদের কাছে কোন কোন শর্ত রাখেন বাদশা? শুধু ক্যাটরিনার জন্যই নিয়ম ভেঙেছিলেন। ক্যাট বলেই ছাড়? ক্যাটকে চুমু খাওয়ার সেই অভিজ্ঞতা কেমন? নিজেই ফাঁস করলেন শাহরুখ খান। গোটা বিশ্ব তাঁকে চেনে রোমান্টিক নায়ক হিসাবে। কিন্তু রোমান্সের জন্য কোনদিনও কোন নায়িকাকে চুমু খাননি। অভিনয়ের ক্ষেত্রে কোন কোন শর্ত রাখেন? কেন ক্যাটরিনাকে ছাড় দিয়েছিলেন বলিউডের বাদশা?
এখনকার সিনেমায় অনস্ক্রিন চুম্বন কোন ব্যাপারই না কিন্তু শাহরুখ খান যা করতে একেবারেই অভ্যস্ত নন। খুল্লমখুল্লা হয়ে উঠেছে সবকিছু। কিন্তু বাদশা নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছেন। শুধু ক্যাটরিনার জন্য নিয়ম ভাঙতে হয়েছিল। ঝুলিতে অসংখ্য হিট, সুপারহিট ছবি। কিন্তু ছবিতে অভিনয়ের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যে কোনও ছবিতে সইসাবুদ করার আগে দুটোই শর্ত রাখেন শাহরুখ। এক তিনি ঘোড়ায় চড়তে পারবেন না। দ্বিতীয়ত পর্দায় চুম্বন করবেন না। কিন্তু নিয়ম ভাঙতে হয়েছিল ৪০তম ছবি যব তক হ্যায় জান-এর সময় ক্যাটরিনার ঠোঁটে ঠোঁট রাখেন শাহরুখ। সেই এক অস্বস্তিকর মুহূর্ত কেন নিয়ম ভাঙতে রাজি হয়েছিলেন? নিজেই জানিয়েছেন বলিউডের বাদশা। ক্যাটরিনা -শাহরুখের বয়সের ফারাকটা অনেক। আদিত্য চোপড়া ও যশ্যচোপড়া দুজনেই নাকি জোর করেছিলেন সেই জন্য এই দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ। শুটিং সেটে প্রায় ১০০ মানুষের সামনে সেই অভিনয় এখনো মনে রেখেছেন বাদশা। শাহরুখ বলেন ‘প্রথমে আদিত্য চোপড়া ও যশ চোপড়া দুজনেই বলেন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে না। পরে আমাকে বাধ্য করেন ওঁরা পারিশ্রমিকও দেন’।
কিন্তু বর্তমান যুগে দাড়িয়ে ও শাহরুখ কেন এই চিন্তাধারায় বিশ্বাসী?আসলে অনস্ক্রিন চুম্বন দৃশ্য বড্ড মেকি মনে হয় তাঁর। এমনকি ঘর ভর্তি লোকের সামনে অন্তরঙ্গ ফটোশুটেও তিনি স্বচ্ছন্দ নন। ক্যামেরার সামনে শার্ট খুলতে তিনি পছন্দ করেন না!যদি না সেটা চরিত্রের জন্য হয়। যব তক হ্যায় জান এর পর অবশ্য যব হ্যারি মেট সেজল ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন দৃশ্য করেছিলেন শাহরুখ। সেই দৃশ্য নিয়েও কম জলঘোলা হয়নি। এখনকার যুগে দাড়িয়ে তিনি সবার থেকেই আলাদা। বলছেন সিনে প্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম