Sa Re Ga Ma Pa Bangla: অনির্বাণ নয়, সরেগামাপায় আবির কেন ফিরলেন ? বড় চমক! যীশু সব থেকে বেস্ট

।। প্রথম কলকাতা ।।

 

Sa Re Ga Ma Pa Bangla: সারেগামাপার মঞ্চে ফিরলেন আবির। অনির্বাণকে আর দেখা যাবে না! হঠাৎ সঞ্চালক বদল হল কেন? পরিচালক অভিজিৎ সেন কেন এমনটা করলেন? দর্শকরা আসলে বুঝিয়ে দিলেন। যীশু, আবির নাকি অনির্বাণ আপনার কাছে সেরা কে? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। আবির চট্টোপাধ্যায়ের জায়গায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখে কেউ কেউ যেমন খুশি হয়েছিলেন, তেমনই আবার কেউ কেউ নানা কথাও বলেছিলেন। যদিও শেষ কিছুদিন অনির্বাণের গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

প্রথমে অনেকেই ভেবেছিলেন এবার সারেগামাপা-র সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। তবে পরে দেখা যায়, তিনি শুধুই সারেগামাপা লেজেন্ডস এর সঞ্চালনা করবেন। সারেগামাপা-র দায়িত্বে আবির চট্টোপাধ্যায়। এবার সারেগামাপা-তে বিচারকের আসনে থাকছেন কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, শান্তনু মৈত্র, জোজো, অন্তরা মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব, ইমনরা। আর মহাগুরুর দায়িত্ব পালন করবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।

 

রবিবার ২ জুন থেকে শুরু হচ্ছে সারেগামাপা-র নতুন সিজন। বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি শো নিয়ে রীতিমতো উন্মাদনা দর্শকদের মধ্যে। প্রিমিয়ার এপিসোডেই বিশেষ অতিথি হিসেবে থাকছেন টলিউডের ‘অযোগ্য’ জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

খুবই জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা । বাংলা ছাড়াও দেশের নানা জায়গা এমনকী বাংলাদেশ থেকেই সঙ্গীতশিল্পীরা এসেছেন সঙ্গীতের এই মঞ্চে অংশগ্রহণ করতে।২০০৭ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। জি টিভির আদলে তৈরি এই শোয়ের শুরুতে ২ বছর সঞ্চালনা করেছিলেন দেবজিৎ সাহা । এরপর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকটি সঞ্চালনার কাজ করেছেন অভিনেতা সঞ্চালক সাহেব ভট্টাচার্য ।

এরপরই ২০১২ সাল থেকেই ধারাবাহিকের সঞ্চালনার দায়ভার কাঁধে নেন জনপ্রিয় সঞ্চালক অভিনেতা যীশু সেনগুপ্ত । এরপর তার তত্ত্বাবধানে রিয়ালিটি শোটি পার করেছে ৫ বছর।আচমকা জি বাংলার সঙ্গে সমস‍্যার কারণে রিয়ালিটি শো ছেড়ে দেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এরপর ২০২০ সাল থেকে গত বছর অবধি ধারাবাহিকটিকে সঞ্চালনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

 

https://fb.watch/sqYIGGLFDC/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

 

Exit mobile version