।। প্রথম কোলকাতা ।।
Woment shirt buttons: মহিলাদের শার্টের বোতাম বাম দিকে কেন হয়? তা কখনও ভেবে দেখেছেন আপনি? এর আসল কারণ শুনলে আপনি নিজেও চমকেও উঠবেন। মেয়েদের জামার বোতাম সব সময় বাঁদিকে রাখা হয় এই অভিযোগ মহিলাদের মধ্যে থেকেই থাকে। মেয়েদের জামার বোতাম বাম দিকে রাখা হয়েছে কেন? প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। অফিস যাওয়ার সময় কিংবা কখনও ক্যাজুয়াল আউটিংয়ে আপনি প্রায় সময় নিশ্চয়ই শার্ট পড়েন। এই আউটফিট সংখ্যায় কম হলেও প্রায় সময় আমাদের সবার সংগ্রহেই কয়েকটি রয়েছে। আলমারি খুললেই নানান রঙের ফরমাল শার্ট এবং ইনফরমাল ক্যাজুয়াল শার্ট পাওয়া যায়। এই শীতে মহিলারা ফ্যাশন করার জন্য শার্ট বেছে নেন। অফিসে প্রায় প্রতিদিনই অনেকেই শার্ট পড়ে যেতে চান। তাই আপনি যখন শার্ট পড়েন তখন মনে হতে পারে কেন উল্টো দিকে লাগানো হয়েছে বোতাম।
মহিলাদের শার্টের বোতাম সব সময় থাকে শার্টের বাঁদিকে। কারণ উল্লেখ করতে গিয়ে নানান সময় নানা তত্ত্বের কথা বলেছেন বিশেষজ্ঞরা। একটি তত্ত্বে এই রকম উল্লেখ পাওয়া যায় যে মহিলারা শিশুদের বাম হাতেই ধরেন। সদ্যোজাত শিশুদের বাম হাতে ধরে কোলের মধ্যে রাখেন। ডান হাত দিয়ে যাতে তারা অন্য কাজ করতে পারেন।
আবার একটি অন্য কারণ রয়েছে। এক সময় পশ্চিমে দুনিয়ায় উচ্চবিত্ত মহিলাদের ঘরে তাদের সাজিয়ে দেওয়ার জন্য ও পোশাক পরানোর জন্যেও লোক নিয়োগ করা হতো। মহিলারা কখনো নিজে নিজে জামা কাপড় পড়তেন না। মহিলাদের শার্টের বাঁ দিকে বোতাম থাকার কারণে পরিচারিকাদের পোশাক পড়াতে সুবিধা হত। তারা ডান হাত দিয়ে চটজলদি বোতাম আটকে দিতে পারতেন।
আবার বলা হয় ফরাসি সম্রাট নেপোলিয়নের বিখ্যাত পোজ, এর জন্য নাকি দায়ী। নেপোলিয়নের একটি পোজে দেখা যায় তিনি ওয়েস্ট কোর্টের মধ্যে হাত ঢুকিয়ে রাখতেন। এটি নাকি তার ডিগনিটি বোঝাতো। এর জন্য অনেক ফরাসি মহিলা নেপোলিয়ানকে নিয়ে হাসাহাসিও করতেন। সেই জন্য নেপোলিয়ন মহিলাদের শার্টের অর্ডার করেন। ওই শার্টে বোতাম ছিল পুরুষদের শার্টের বোতামের উল্টোদিকে।
আবার মনে করা হয় মেয়েরা যে পুরুষের থেকে কোনো অংশে কম নন তা বোঝানোর জন্যই পুরুষের মতো জামা পড়ে। আর তারপরেও বৈচিত্রের কথা ভেবে পরিকল্পিতভাবেই মেয়েরা জামার বাঁদিকে বোতাম বসিয়েছেন। দর্জিকে একসঙ্গে অনেক জামা বানাতে হত। পুরুষ ও মহিলাদের জামা যাতে মিশে না যায় চট করে আলাদা করে নেওয়ার সুবিধার জন্যই এই ব্যবস্থা বলে মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম