T20 World Cup: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক কে ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

।। প্রথম কলকাতা ।।

T20 World Cup: ক্যাপ্টেন্সি থেকে রোহিতকে সরিয়ে হার্দিকের হাতে ব্যাটন তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে বিক্ষোভ। রোহিতকে অধিনায়ক থেকে সরাতেই ৪ লক্ষ ফ্যান ফলোয়িং কমেছে মুম্বাইয়ের। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কে? যার উত্তর খুঁজতে মরিয়া গোটা দেশের ক্রিকেট সমর্থকেরা। অনেকে মনে করেছিলেন রোহিতকে হয়ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হবে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যা শুনে খুশির হাওয়া ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। প্রসঙ্গত, আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি যুদ্ধের আসর বসতে চলেছে। এবারের টুর্নামেন্টে ২০টি দল অংশ নিতে চলেছে। গোটা বিশ্বের নজর এখন সেই দিকেই।

সম্প্রতি জানা গেছে তিনটে ফরম্যাটেই আপাতত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে বিশ্বক্রিকেটে। আর সেই কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। তাই ২০২৪ টি-২০ বিশ্বকাপেও অধিনায়কত্বের দায়িত্ব রোহিতের হাতেই তুলে দেবে বোর্ড এমনটাই মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছে না। আগামী টি-২০ বিশ্বকাপেও রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।হার্দিককে অধিনায়ক করা হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসের পর থেকে একটিও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি রোহিত শর্মা। তাও রোহিতের উপরেই আস্থা রাখতে চাইছে বিসিসিআই। ওই আধিকারিক একপ্রকার জোর দিয়েই বলেন হার্দিক পান্ডিয়া যদি ১০০ শতাংশ ফিটও থাকে, তাহলেও রোহিতকেই অধিনায়কত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই অনেকেই মনে করতে শুরু করেছেন, মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার আগমনের কারণেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সমর্থকদের মতে, রোহিত শর্মার সততার দাম দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। তিনি গত ১১ মরশুম এই দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। এরমধ্যে পাঁচবার তাঁর নেতৃত্বে দল খেতাবও জয় করেছেন। ২০২৫ সালে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হবে। একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ পরিকল্পনায় আর রোহিত শর্মাকে রাখা হচ্ছে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version