।। প্রথম কলকাতা ।।
Bangladesh China: “ট্রাম্প কার্ড” বাংলাদেশ। বাংলাদেশে আগ্রহ বাড়ছে চীন, যুক্তরাষ্ট্র, জাপানের। কিন্তু বাংলাদেশ ঝুঁকছে কোন দিকে? চীনকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে যুক্তরাষ্ট্র, জাপান। তাহলে কি বাংলাদেশ চীন গলায় গলায় বন্ধু? ভারতের থেকে শেখার আছে বাংলাদেশের। আজ বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক যা, ভবিষ্যতেও কি তা একই থাকবে? কোন কোন বিষয় নিয়ে চীনের সাথে দন্দ্বে জড়াতে পারে বাংলাদেশ? কি বলছেন বিশ্লেষকরা? বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন খুব একটা সহজ পথে এগোচ্ছে না তখন, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে কিনা সেই বিষয়টা ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাহলে কি যুক্তরাষ্ট্রের আশঙ্কাই সত্যি?
বিবিসির রিপোর্ট অনুযায়ী চীনের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিসংখ্যান কিংবা দুই দেশের মধ্যে চলতে থাকা দ্বিপাক্ষীয় চুক্তির সংখ্যা দিয়ে আর যাই হোক সম্পর্কের ব্যপ্তিটা আসলে বোঝা যায় না। এদিকে চীনকে নিয়ে যত ইনসিকিউরিটি বাড়ছে যুক্তরাষ্ট্র, জাপানের। ততই বাংলাদেশ মাঝখান থেকে চাপে পড়ে যাচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে, শুধু চীন নয়। বাংলাদেশ সবসময় কোনো দেশের সাথে শত্রুতামূলক সম্পর্কে না জড়িয়ে নিরপেক্ষ পররাষ্ট্র নীতি মেনে চলেছে।
কিন্তু, তারপরেও বাংলাদেশের ওপর চীনের প্রভাব বাড়তে থাকার বিষয়টা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, এটা বলা হয়। এখন তো চারিদিকে এটা নিয়েও লেখালেখি শুরু হয়ে গেছে, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কই কি হাসিনা সরকারের ওপর আমেরিকার চাপের প্রধান কারণ? উত্তরটা হ্যাঁ বাচক হয়ে থাকলে, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত যুক্তরাষ্ট্রের কলিজা ঠান্ডা করবে। কেন কি বলছে বিবিসির রিপোর্ট? চীনের সাথে বর্তমানে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক ভালো হলেও ভবিষ্যতে দুই দেশের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সম্ভাব্য তিনটে ইস্যু রয়েছে। কি কি?
- রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনা। কারণ মিয়ানমার যেহেতু চীনের জন্য গুরুত্বপূর্ণ, তাই চীন বাংলাদেশের আশা অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনে হয়তো ভূমিকা রাখতে চাইবে না বলে মত বিশ্লেষকদের।
- চীন ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। হিসেব টা দেখুন। চীন থেকে প্রায় ১৮০০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ চীনে রপ্তানি করে প্রায় ১০০ কোটি ডলারের পণ্য। সেক্ষেত্রে, ঘাটতিটা বিশাল।
- ব্রহ্মপুত্র নদের উপরের অংশে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা। কারণ, চীনের এই প্রকল্প বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা বাংলাদেশের এলাকাগুলোর পাশাপাশি অরুনাচল প্রদেশ ও আসামের অনেক এলাকার জীববৈচিত্র ও মানুষের জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। অতএব, আপাতদৃষ্টিতে বাংলাদেশ চীনের গলায় গলায় বন্ধুত্ব মনে হলেও, সেটা কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু, যদি পরিস্থিতি এর বিপরীত হয়। যেখানে চীন বাংলাদেশের গভীর সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ার বিষয়টা হাইলাইটেড হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র কিন্তু অন্য কথা বলছে।
বাংলাদেশ-চীন সম্পর্কের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব মোটেই এরকম নয় বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশের অনেক প্রয়োজন আছে যেগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অনেক পশ্চিমা দেশ হয়তো সাহায্য করতে পারে না। সেরকম ক্ষেত্রে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে সাহায্য পায় তাহলে, তারা খুশি হবে না, কিন্তু আপত্তিও করবে না। কিরকম? এক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন সময় রাশিয়া থেকে ভারত তেল কিনছে। ভারত রাশিয়া থেকে তেল কিনেছে, এস-৪০০ মিসাইল কিনেছে। কিন্তু আমেরিকার সাথে ভারতের সম্পর্কে ভাটা পড়েনি। আসলে, ভারত বিষয়টা বোঝাতে পেরেছে যে রাশিয়া থেকে তেল না কিনলে ভারতের পক্ষে তেল পাওয়াটা কঠিন। আমেরিকাও কিন্তু সেখানে ভারতের যুক্তি মেনেছে। তাহলে বাংলাদেশ কেন পারবে না?
এই ধরণের বিষয়ে আমেরিকার সাথে আলোচনা ও দর কষাকষির জন্য বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় কি? সময়ের সাথে সাথে সেই দিকটাও অবশ্যই নজরে থাকবে। তবে এটা একেবারে নিশ্চিত ভাবে বলা যায়, বাংলাদেশকে নিয়ে দড়ি টানাটানি থাকলেও, বাংলাদেশের প্রতি চীন যুক্তরাষ্ট্র জাপানের আগ্রহ থাকলেও, বাংলাদেশ কিন্তু সবার সাথে বন্ধুত্ব রাখতে চায়। কোনো নির্দিষ্ট পক্ষ বা জোটের সাথে বন্ধুত্ব চায় না। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান কাউকেই ছাড়তে পারবে না বাংলাদেশ। কোনো নির্দিষ্ট পক্ষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা রাখলে বাংলাদেশে যেরকম উন্নয়নের ধারা রয়েছে, তা অব্যাহত রাখতে পারবে না বলে মত প্রকাশ বিশেষজ্ঞদের। তাই, সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্রনীতিই বাংলাদেশের স্ট্যাণ্ড পয়েন্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম