।। প্রথম কলকাতা ।।
Mann Ki Baat: রবিবার আসা মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’। দেশবাসী অপেক্ষায় থাকেন এই রেডিও অনুষ্ঠানে নতুন কী বলবেন নমো। আজ রবিবার মন কি বাত-এর ৯৫ তম পর্বে ভাষণ দেওয়ার সময় তেলেঙ্গানার হরিপ্রসাদ গারুর প্রশংসা করেছেন তিনি। যিনি G20 শীর্ষ সম্মেলনের লোগো নিজের হাতে বুনে উপহার দিয়েছেন মোদীকে। যা আগামী বছর ভারতে আয়োজিত হবে। অর্থাৎ নতুন বছরের G20 শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেবে এদেশ।
প্রধানমন্ত্রীর কথায়, তিনি হতবাক যে তেলেঙ্গানায় বসে থাকা একজন মানুষও G20 সম্মেলন নিয়ে ভাবছে। পাশাপাশি ‘মন কি বাত’ ১০০ তম পর্বের দিকে এগোচ্ছে ভেবে আরও আনন্দিত তিনি। এদিন মোদীজি বলেছেন, ১৩০ কোটি দেশবাসীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই কর্মসূচি একটি মাধ্যম তাঁর। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নমো বলেছেন, ‘মন কি বাত’-এর প্রতিটি পর্বের আগে দেশের মানুষের পাঠানো চিঠি পড়েন তিনি এবং তাঁদের পরামর্শগুলি নিয়ে চিন্তাভাবনা করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, G20-র সভাপতিত্ব ভারতের জন্য একটি বড়ো সুযোগ। তাঁর কথায়, ৮৫ শতাংশ বাণিজ্যের জন্য দায়ী এমন একটি গোষ্ঠীকে নেতৃত্ব দেওয়া একটি বিশাল বড় দায়িত্ব। শান্তি, ঐক্য এবং উন্নয়নের ক্ষেত্রে তৈরি হওয়া সমস্ত চ্যালেঞ্জের সমাধান রয়েছে ভারতের কাছে। আমরা ‘এক পৃথিবী একটি পরিবার, এক ভবিষ্যৎ’ থিম দিয়েছি G20-র জন্য। মন কি বাত-এ নমো বলেছেন, ‘১৮ নভেম্বর ভারত মহাকাশ সেক্টরে একটি মাইল ফলক অর্জন করেছে। রকেট ‘বিক্রম এক্স’ মহাকাশে যখন উৎক্ষেপণ করা হয়েছিল, তখন সেই সময়টা ভারতের কাছে ছিল অত্যন্ত গর্বের। ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গেও মহাকাশ খাতে তার সাফল্য ভাগ করে নিচ্ছে। গতকালই ভারত একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যেটি ভারত ও ভুটান যৌথভাবে তৈরি করেছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ ভারত-ভুটানের শক্তিশালী সম্পর্কের প্রতিফলন’। সেইসঙ্গে ভারতীয় সঙ্গীতের জয়গান গেয়েছেন মোদী। তিনি মনে করিয়েছেন, ভারতীয় সঙ্গীত কেবল এ দেশের সংস্কৃতিকেই প্রভাবিত করছে না, সারা পৃথিবীতেই গভীর দাগ কেটেছে।
একইসঙ্গে প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ড্রোনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেছেন, ড্রোন প্রযুক্তিতে ভারত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা তার প্রমাণ পেয়েছি। কীভাবে কিন্নর থেকে হিমাচল প্রদেশে আপেল সরবরাহ করা হচ্ছে। এখনকার দিনে ভারতের নাগরিকরা এমন সব বিষয়কে বাস্তব করে তুলছেন, যা তাঁদের উদ্ভাবনী ক্ষমতার বাইরে। যা কখনও এর আগে ভাবা যায়নি, বা ভাবা হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম