।। প্রথম কলকাতা।।
Jaya Ahsan: মঙ্গলবার কলকাতার রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে জয়া আহসান অভিনীত ছবি ‘ওসিডি’। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া আহসান। ছবিটি প্রদর্শনের আগে কলকাতার নন্দন ৪-এর (Nandan) প্রেস কর্ণারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে ছবির পরিচালক সৌকর্য ঘোষাল বলেছেন, জয়ার কথা মাথা রেখেই তৈরি করেছেন এই ছবি। তাঁর বক্তব্য, এই ছবির উপযুক্ত অভিনেত্রী হিসেবে জয়ার কথাই মাথায় এসেছে তাঁর।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। একইসঙ্গে এপার বাংলা ও ওপার বাংলা কাঁপাচ্ছেন নায়িকা। ‘রাজকাহিনী’ ও ‘বিজয়া’র মত ছবিতে তাঁর অভিনয় চোখে পড়ার মতো। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এদিন পরিচালক (Soukarya Ghosal) জানিয়েছেন, তিনি প্রমাণ করে দিয়েছেন ছবির জন্য তিনিই সঠিক বাছাই। তাঁর কথায়, ‘জয়ার অভিনয় দেখে আমি মুগ্ধ। আমি ঠিক অভিনেত্রীকেই বাছতে পেরেছি বলে আনন্দ হচ্ছে’। সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেছেন, ‘পরিচালক আমাকে এই ছবির জন্য মনোনীত করে প্রস্তাব পাঠান। আর আমি সেই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। সত্যি বলতে গেলে, আমি ছবিতে মন খুলে অভিনয় করেছি এবং তৃপ্তি পেয়েছি। ভালো লেগেছে কাজ করে’।
উল্লেখ্য, ছবিতে মানসিক ভারসাম্যহীন এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। ‘ওসিডি’ (OCD) সম্পর্কে কতটা ভাবলেন বা তাঁর কোনও বাতিক এরকম আছে কিনা প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘ভাগ্যিস আমার কোনও বাতিক নেই’। এর আগে সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ভূতপরী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ওসিডি’ সিনেমা হলে মুক্তি পায়নি। তবে ২৮তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতেই প্রশংসা পেয়েছে ছবিটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম