।। প্রথম কলকাতা ।।
Visva Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত। কারণ পড়ুয়াদের তরফ থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার থেকেই পড়ুয়া এবং উপাচার্যের নিরাপত্তা রক্ষীদের মধ্যে কয়েক রাউন্ড হাতাহাতি হয়ে যায়। যদিও সেদিনের মতো কার্যালয় থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন উপাচার্য। তবে বৃহস্পতিবার উপাচার্যের বাড়ির বাইরেই মঞ্চ বাধার কাজ চলছিল। শুক্রবার সকালে দেখা গেল সেই মঞ্চে অবস্থান বিক্ষোভে রত বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, পড়ুয়ারা অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছেন। আর এই দাবি তুলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা। এদিকে অবস্থান বিক্ষোভ মঞ্চে পড়ুয়াদের হাতে লেখা একাধিক পোস্টার চোখে পড়েছে। যেখানে কোথাও লেখা রয়েছে, ‘উপাচার্যের হাত থেকে মুক্তি চাই’, ‘ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করতে হবে’, ‘ অবিলম্বে সমস্ত রেজাল্ট প্রকাশ করতে হবে’। আবার কোথাও লেখা রয়েছে ‘উপাচার্যের বিরুদ্ধে লড়তে হবে একসাথে‘।
বুধবার বিকেলের দিক থেকেই বিশ্বভারতী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কোন পরিবেশ নেই। আন্দোলনকারী পড়ুয়াদেরকে ভর্তিতে বাধা দেওয়া হচ্ছে। পিএইচডি পড়ুয়াদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সমস্যায় ফেলা হচ্ছে। এরকম আরও একাধিক অভিযোগকে সামনে রেখে ওই দিন বিকেল থেকেই বিক্ষোভ শুরু হয়। প্রায় ১০ ঘন্টা বিক্ষোভের ফলে আটকে থাকার পরে নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় সেখান থেকে বেরিয়ে আসেন উপাচার্য। তবে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, উপাচার্য পড়ুয়াদের উদ্দেশ্য করে নিরাপত্তারক্ষীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। তাই এই মুহূর্তে ছাত্র আন্দোলন সরিয়ে নেওয়ার কোন প্রশ্নই ওঠে না। এমনটাই মনে করছেন আন্দোলনকারী পড়ুয়ারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম