।। প্রথম কলকাতা ।।
Astro Remedies To Prevent Heart Disease: আধুনিক জীবনযাত্রায় ব্যস্ততার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ। অল্পবয়সীদের মধ্যেও হার্টের অসুখ দেখা দিচ্ছে। হার্ট ভালো রাখতে ব্যায়াম করা বা ডাক্তারের পরামর্শ তো নেবেনই, তার সঙ্গে কয়েকটি জ্যোতিষ (Astrology) টোটকা মেনে চলুন। তাতে হার্টের অসুখ দূরে রাখা সম্ভব হবে। জ্যোতিষ অনুসারে জন্মছকে গ্রহ নক্ষত্রের যে অবস্থান হার্টের অসুখের কারণ হয়ে উঠতে পারে।এই টোটকাগুলি মেনে চললে কোষ্ঠীতে সেই গ্রহ-নক্ষত্রগুলির অবস্থান ভালো হবে।
প্রতি রবিবার (Sunday) শিবলিঙ্গের পুজো করুন। সূর্যদেবকে জল নিবেদন করুন। এর সঙ্গে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে হার্ট ভালো থাকবে। এর ফলে আপনার মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে।
প্রতি সোমবার (Monday) রাতে ‘ওম সোম সোমায়া নমহঃ’ মন্ত্র ১০৮ বার জপ করুন। দাঁড়িয়ে নয়, ভালো করে বসে এই মন্ত্র জপ করতে হবে। এর ফলে যেমন আপনার হার্ট ভালো থাকবে, তেমনই পুরোপুরি ফিট থাকবেন আপনি। এর সঙ্গে প্রতিদিন স্নেক প্ল্যান্টে জল দিন। এর ফলে অবশ্যই ধীরে ধীরে আপনার হার্টের অসুখ সেরে যাাবে।
জ্যোতিষ অনুসারে জন্মছকে সূর্যের (Sun) অবস্থান দুর্বল হলে হার্টের অসুখ হতে পারে। তাই হার্ট ভালো রাখতে সূর্যকে শক্তিশালী করা প্রয়োজন। এর জন্য রোজ সকালে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। তামার পাত্রে জল ভরে সূর্যকে জল নিবেদন করুন এবং মন্ত্রোচ্চারণ করুন, ‘ওম হ্রান, হ্রিন, হ্রান, শাহ সূর্যায় নমহঃ।’ এর ফলে হার্টের অসুখ ছাড়াও আরও অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকবেন আপনি।
হার্টের (Heart) অসুখ দূরে রাখতে এক টুকরো সিল্কের কাপড়ে বেলগাছের শিকড় বেঁধে নিজের ডান হাতে বেঁধে নিন। এছাড়া মুক্তো ধারণ করলেও কোষ্ঠীতে সূর্যের অবস্থান ভালো হয়। তার প্রভাবে আপনার হার্টের অসুখও দূরে পালাবে।
হার্ট ভালো রাখতে শাঁখ বাজানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জোরে ফুঁ দিয়ে শাঁখ বাজান। এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দূরে সরে যাবে। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও শাঁখ বাজালে ভালো থাকে। নিয়মিত শাঁখ বাজালে প্রস্টেট সিস্টেমও সুস্থ-সবল থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম