।। প্রথম কলকাতা ।।
Gangasagar Mela 2023 : ২০২৩ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তাদের হয়রানি কমাতে এবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। পরিবহন সংক্রান্ত যে সকল সমস্যার সম্মুখীন হতে হতো পুণ্যার্থীদের তা দূর করার জন্য সচেষ্ট হয়েছে রাজ্য পরিবহন দফতর। তাই এবার গতবারের তুলনায় বাড়বে বাসের সংখ্যা। একই সঙ্গে বাড়বে লঞ্চ এবং ভেসেলের সংখ্যা। সবথেকে বড় বিষয়টি হল বাবুঘাট কিংবা হাওড়া থেকে এবার গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যাওয়া যাবে মাত্র একটি টিকিটে।
পূর্বে গন্তব্যে যাওয়ার জন্য পুণ্যার্থীদের কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে ভেসেল ধরতে হতো। আর সেই ভেসেল ধরার লাইন এতই দীর্ঘ হত যে তার জন্য অপেক্ষা করতে করতে রীতিমতো বিরক্ত হয়ে যেতেন পুণ্যার্থীরা। কিন্তু আগামী বছরে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না তাদেরকে। বেসরকারি বাসের সংখ্যাও যাতে বাড়ানো হয় তার জন্য ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাগর মেলার অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর সেই বৈঠকেই এই সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ জেলাশাসক সুমিত গুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে বহু পুণ্যার্থী গঙ্গাসাগরের মেলায় আসার সুযোগ পাননি । ২০২২ সালে কিছু মানুষের ভিড় জমে ছিল অবশ্য কিন্তু ২০২৩ সাল নিয়ে বেশ আশাবাদী প্রশাসন। ২০২৩ সালের গঙ্গাসাগরের মেলায় প্রচুর মানুষের জমায়েত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে যাতে কোনো রকম গাফিলতি না থাকে তা নিশ্চিত করবে রাজ্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম